শিরোনাম
◈ ১৯৭১-এর বিজয় স্মরণে মোদির পোস্ট, বাংলাদেশের নাম না থাকায় প্রশ্ন ◈ বিভাজন ও হিংসা ভুলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার: তারেক রহমান ◈ হাদি হত্যা চেষ্টা: ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কে এই দাঁতভাঙা কবির? ◈ আজ থে‌কে ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা  ◈ আয়ের সঙ্গে ব্যয় মিলাতে পারছেন না সাধারণ মানুষ ◈ মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্য মূল্যায়ন থেকে বঞ্চিত করা হয়েছে: জামায়াত আমির ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ◈ নিরাপত্তার স্বার্থে আজ ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ: জানালো ডিএমটিসিএল ◈ বিজয় দিবসে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির বিনম্র শ্রদ্ধা ◈ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০১:৪২ রাত
আপডেট : ১২ জুন, ২০২৪, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকটকার প্রিন্স মামুনদের মিলিয়ন ফলোয়ার কারা?

আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম: প্রিন্স মামুন নামে একজন টিকটকার আছে। প্রথম আলো পত্রিকা পড়ে জানতে পারলাম। রিপোর্টে লেখা, প্রিন্স মামুনকে জেলে পাঠানো হয়েছে। ভাবছিলাম, প্রথম আলো একজন টিকটকারকে নিয়ে নিউজ করছে। ব্যাপারটা কী। এরপর নিজেই প্রিন্স মামুনকে নিয়ে ঘণ্টা খানেক গবেষণা করে এই লেখা লিখতে বসেছি। তো, প্রিন্স মামুনের বয়স ২৪/২৫ হবে। পড়াশোনা করেছে বলে মনে হলো না। ঠিকমতো কথাও বলতে পারে না। গ্রামে খুব দরিদ্র পরিবারে জন্ম। টিকটক করে তাঁর মিলিয়ন ফলোয়ার হয়ে গিয়েছে। লায়লা নামে এক মহিলার সাথে এই প্রিন্স মামুনের অনেক দিনের সম্পর্ক। বছর তিনেকের মনে হয়। এই লায়লা আবার শহুরে শিক্ষিত পরিবারের। তাঁর বয়স মনে হয় ৪৮ বছর। বাবা আর্মি অফিসার ছিলেন। ঢাকায় অবস্থা বেশ ভালো। পড়াশোনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এ দুজন এতদিন এক সাথে শুধু টিকটকই করতো না। ঢাকায় লায়লার বাসার লিভ টুগেদার করতো। একসাথে থাকতো। 

এদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার সবাই আবার ব্যাপারটা জানতো যে, এরা নিজেদের ভালোবাসে। একসাথে থাকে। তো, এরপর এদের মনোমালিন্য হয়েছে। এখন লায়লা, প্রিন্স মামুনের নামে মামলা করেছেÑ বিয়ে করার প্রলোভন দেখিয়ে তাঁর সাথে অনেক দিন ধরে শারীরিক সম্পর্ক করেছে। কিন্তু এখন বিয়ে করতে চাইছে না। প্রথম আলো এ নিয়ে রিপোর্ট করে লিখেছে, লায়লার মামলায় প্রিন্স মামুনকে আদালত কারাগারে পাঠিয়েছে। এরপর আমি গিয়ে প্রিন্স মামুনের ওয়াল ঘুরে আসলাম। সেই সাথে লায়লারও। ভাবছিলাম, এদের যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার; এরা আসলে কারা? প্রিন্স মামুনের স্রেফ দুইজন ফলোয়ারের প্রোফাইলে ঘুরেছি। এদের দুজনই প্রিন্স মামুনের ভক্ত। মামুনের ওয়ালে গিয়ে, ‘ভাই, ভালোবাসি তোমাকে’ এসব কমেন্ট করেছে আরকি। 

তো এদের দুজনের দেয়ালে গিয়ে দেখি একজন পোস্ট করেছে, ‘হারাম খাবার খাওয়া থেকে কীভাবে দূরে থাকতে হয়।’ অন্যজন পোস্ট করেছে, ‘ছেলে-মেয়ের ওপেন চলাফেরা ভালো না।’ হ্যাঁ, ঠিকই পড়ছেন। এদের দুজনই আবার প্রিন্স মামুনের ভক্ত। যে মামুন গত তিন বছর ধরে লায়লার সাথে ‘ওপেন’ এবং ‘হারাম’ রিলেশনে আবদ্ধ ছিলো এবং নিজেরাই সেটা বলে বেড়িয়েছে। ডাবল স্ট্যান্ডার্ড একেই বলে এবং এদের সংখ্যা এখন আর শত শত কিংবা হাজারে হাজারে না। মিলিয়ন মিলিয়ন। ১১ জুন ২০২৪ ফেসবুকে প্রকাশিত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়