শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০১:৪২ রাত
আপডেট : ১২ জুন, ২০২৪, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকটকার প্রিন্স মামুনদের মিলিয়ন ফলোয়ার কারা?

আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম: প্রিন্স মামুন নামে একজন টিকটকার আছে। প্রথম আলো পত্রিকা পড়ে জানতে পারলাম। রিপোর্টে লেখা, প্রিন্স মামুনকে জেলে পাঠানো হয়েছে। ভাবছিলাম, প্রথম আলো একজন টিকটকারকে নিয়ে নিউজ করছে। ব্যাপারটা কী। এরপর নিজেই প্রিন্স মামুনকে নিয়ে ঘণ্টা খানেক গবেষণা করে এই লেখা লিখতে বসেছি। তো, প্রিন্স মামুনের বয়স ২৪/২৫ হবে। পড়াশোনা করেছে বলে মনে হলো না। ঠিকমতো কথাও বলতে পারে না। গ্রামে খুব দরিদ্র পরিবারে জন্ম। টিকটক করে তাঁর মিলিয়ন ফলোয়ার হয়ে গিয়েছে। লায়লা নামে এক মহিলার সাথে এই প্রিন্স মামুনের অনেক দিনের সম্পর্ক। বছর তিনেকের মনে হয়। এই লায়লা আবার শহুরে শিক্ষিত পরিবারের। তাঁর বয়স মনে হয় ৪৮ বছর। বাবা আর্মি অফিসার ছিলেন। ঢাকায় অবস্থা বেশ ভালো। পড়াশোনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এ দুজন এতদিন এক সাথে শুধু টিকটকই করতো না। ঢাকায় লায়লার বাসার লিভ টুগেদার করতো। একসাথে থাকতো। 

এদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার সবাই আবার ব্যাপারটা জানতো যে, এরা নিজেদের ভালোবাসে। একসাথে থাকে। তো, এরপর এদের মনোমালিন্য হয়েছে। এখন লায়লা, প্রিন্স মামুনের নামে মামলা করেছেÑ বিয়ে করার প্রলোভন দেখিয়ে তাঁর সাথে অনেক দিন ধরে শারীরিক সম্পর্ক করেছে। কিন্তু এখন বিয়ে করতে চাইছে না। প্রথম আলো এ নিয়ে রিপোর্ট করে লিখেছে, লায়লার মামলায় প্রিন্স মামুনকে আদালত কারাগারে পাঠিয়েছে। এরপর আমি গিয়ে প্রিন্স মামুনের ওয়াল ঘুরে আসলাম। সেই সাথে লায়লারও। ভাবছিলাম, এদের যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার; এরা আসলে কারা? প্রিন্স মামুনের স্রেফ দুইজন ফলোয়ারের প্রোফাইলে ঘুরেছি। এদের দুজনই প্রিন্স মামুনের ভক্ত। মামুনের ওয়ালে গিয়ে, ‘ভাই, ভালোবাসি তোমাকে’ এসব কমেন্ট করেছে আরকি। 

তো এদের দুজনের দেয়ালে গিয়ে দেখি একজন পোস্ট করেছে, ‘হারাম খাবার খাওয়া থেকে কীভাবে দূরে থাকতে হয়।’ অন্যজন পোস্ট করেছে, ‘ছেলে-মেয়ের ওপেন চলাফেরা ভালো না।’ হ্যাঁ, ঠিকই পড়ছেন। এদের দুজনই আবার প্রিন্স মামুনের ভক্ত। যে মামুন গত তিন বছর ধরে লায়লার সাথে ‘ওপেন’ এবং ‘হারাম’ রিলেশনে আবদ্ধ ছিলো এবং নিজেরাই সেটা বলে বেড়িয়েছে। ডাবল স্ট্যান্ডার্ড একেই বলে এবং এদের সংখ্যা এখন আর শত শত কিংবা হাজারে হাজারে না। মিলিয়ন মিলিয়ন। ১১ জুন ২০২৪ ফেসবুকে প্রকাশিত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়