শিরোনাম
◈ কক্সবাজারে মিথ্যা অপহরণ নাটকের মূলহোতা আটক করেছে ট্যুরিস্ট পুলিশ ◈ ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা সম্পর্কে আপনি কী জানেন? ◈ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সংগ্রহ করা হচ্ছে ৪০,০০০ বডি ক্যামেরা ◈ এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, যেভাবে দেখা যাবে ◈ ৪ বন্দর পেরিয়ে চট্টগ্রামে বাজল সংকেত, ব্রাজিল থেকে আসা কনটেইনারে পাওয়া গেছে তেজস্ক্রিয়তা! ◈ ৪০ বছর ধরে গর্ভে সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বৃদ্ধা! ◈ এক বছরে দিল্লি ও ঢাকার সম্পর্ক রাতারাতি বদলে গেল কীভা‌বে? ◈ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো নিউ জিল্যান্ড ◈ ‘গাজীপুর স্টাইলে’ ৫ সাংবাদিককে হত্যার ছক, ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস, তালিকায় যারা আছেন ◈ সপ্তমবার ভাঙলো জাপা!

প্রকাশিত : ০৯ জুন, ২০২৪, ০১:৪১ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৪, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসহিষ্ণু ও হিংস্র মানুষের এক দেশ!

ফারদিন ফেরদৌস

ফারদিন ফেরদৌস: শ্বাপদও বুঝি এতোটা হিংস্রতা দেখায় না, যতটা দেখি আজকালকার নামধারী মানুষের মধ্যে। আগে কারো বিপদ দেখলে আমরা একযোগে সবাই এগিয়ে যেতাম। আর এখন ইতর, চিটার, বাটপারের দেশে মানুষজন নিজেকে ছাড়া কাউকে চেনে না। কী ভয়ঙ্কর ও বীভৎস সমাজব্যবস্থা কায়েম হয়ে গেছে দেশের কর্ণধাররা কি টের পান? সমাজবিজ্ঞানীরা কিছু বলবেন? নাকি আপনারাও প্রতি চার জনে একজন মানসিক রোগীর কাতারে নিজেদের অধিষ্ঠিত করে নিয়েছেন! প্রথম আলো লিখেছে, নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে ‘ঢাকা মেইল’ট্রেনে চেপে রাজধানীতে নিজের কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছিলেন ঝুমুর কান্তি বাউল (৪২)। শেষ বগিতে বেশ ভিড় হওয়ায় ভেতরে অতিরিক্ত গরম অনুভূত হচ্ছিল। খানিক স্বস্তির আশায় জানালার পাশে দাঁড়াতে যান তিনি। কিন্তু সেখানে তিনি আসনে থাকা এক যাত্রীর বাধার মুখে পড়েন। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই যাত্রীর মারধরে ট্রেনের ভেতর অচেতন হয়ে পড়েন ঝুমুর। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।

শারীরিকভাবে বিপদগ্রস্ত একজন মানুষ খানিকটা স্বস্তি পেতে জানালা খুঁজছিলেন। কারণ ট্রেনের ভেতরে অক্সিজেন স্বল্পতায় তিনি নিঃশ্বাস নিতে পারছিলেন না। এমন একজন মানুষকে মারধর করে দুনিয়া ছাড়া করে দিয়েছে আত্মস্বার্থনিমগ্নরা। কী বিস্ময়কর অমানবিকতা। বিশ্বাস করেন জঙ্গলেও এমন অনাচার কায়েম নেই। মায়া, মমতা, প্রেম, ভালোবাসায় পশুরা বরং বাংলাদেশি মানুষকে ছাড়িয়ে গেছে প্রায় সর্বাংশে। কামনা করি মানুষের বোধ ও বিবেক ফিরবে। সবাই সবার সহকর্মী হয়ে উঠব। কেউ তো পৃথিবীতে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আসিনি আমরা। বিপর্যয়ে পড়া ঝুমুর কান্তি বাউলের পরিবারের প্রতি গভীর সমবেদনা, সংহতি ও সহমর্মিতা জানাই। আমরা সদয় না হলে পৃথিবী একদিন আমাদের বিষ মনে করে ছুঁড়ে ফেলবে। লেখক: সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়