শিরোনাম
◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও) ◈ তফসিলের ২ বিষয়ে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন ◈ হাদি হত্যার বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, আজকের মতো শাহবাগ কর্মসূচি স্থগিত (ভিডিও) ◈ প্রথম আলো, ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে: রাকসুর ভিপি ◈ ওসমান হাদির লড়াইটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি: আখতার হোসেন ◈ শাহরুখ খান ও জুহি চাওলার মোহভঙ্গ! আইপিএলের আগেই বদল হচ্ছে কলকাতা নাইটরাইডা‌র্সের মালিকানায়? ◈ ‌গৌতম গম্ভীর ভারতের কোচ হতে পারে না, কলকাতায় এসে বল‌লেন কপিল দেব  ◈ জাতীয় কবি নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি ◈ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০১:৫৯ রাত
আপডেট : ১৬ মে, ২০২৪, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাজীবন শ্রমিক-মেহনতি মানুষের পার্টির হোলটাইমার হয়ে হজ্ব-ওমরা করার টাকা কোথায় পান মঞ্জুরা? 

প্রামাথেশ শীল

প্রামাথেশ শীল : একজন মুসলিম হজ্বে যাবেনÑ সেটাই তো স্বাভাবিক। কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, বর্তমান কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড মঞ্জুরুল আহসান খান একজন মুসলিম। এর আগে তিনি ওমরা করেছেন। কার্ল মার্কসের বস্তুবাদী রাজনীতি আর সিপিবি এক জিনিস নয়। পার্টি কমরেডদের ধর্মবিশ্বাস নিয়ে এই পার্টির কোনো সুনির্দিষ্ট অবস্থান নেই। সিপিবির আরেক সাবেক সভাপতি, বর্তমান কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমও ইসলাম ধর্ম অন্তপ্রাণ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিনা আমার জানা নেই। তবে রোজা রাখেন। রোজার মাসে পার্টি অফিসে মিটিং বা কোনো অনুষ্ঠান থাকলে তিনি চা বা অন্য কিছু খান না, রোজা থাকেন বলে। পুত্রসন্তানকে নিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল সাড়ে সাতটায় ঈদের নামাজের প্রথম জামাতে অংশ নেন। আমার সঙ্গে অন্তত দুই ইদে মসজিদে কুশল বিনিময় হয়েছে। তিনি এখনো হজ্বে যাননি বলেই জানি। 

কমরেড মঞ্জুর হজ্বে যাওয়া নিয়ে অনেকেই হাসি ঠাট্টা তামাশা করছেন। প্রশ্ন তুলছেন। অনেকেই বলছেন, আওয়ামী লীগ কেন তাকে হজ্বে নিয়ে যাচ্ছে। যাচ্ছে, কারণ তিনি দীর্ঘদিন সিপিবি সভাপতি থাকাকালে আওয়ামী লীগের জন্য যথেষ্ট করেছেন। শালা-দুলাভাইয়ের দীর্ঘ নেতৃত্বকালেই সিপিবি আওয়ামী লীগের ‘বি’ টিমÑ এই তকমাটা জোরদার হয়েছে। সিপিবির বর্তমান নেতৃত্ব আওয়ামী লীগের অধীনে নির্বাচনে না যাওয়া নিয়ে মঞ্জু তার ক্ষোভ পত্রিকায় কলাম লিখে প্রকাশ করেছেন। পার্টি ভেঙে জরুরি কংগ্রেস ডাকারও হুমকি দিয়েছেন। কেন শেখ হাসিনা ফ্যাসিস্ট ননÑ তার পক্ষেও যুক্তি তুলে ধরেছেন অশীতিপর এই রাজনীতিক। ফলে আওয়ামী লীগ কৃতজ্ঞতা স্বরূপ মুক্তিযোদ্ধা কোটায় মঞ্জুকে হজ্বে নিয়ে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতেই পারে। এখন আপনি প্রশ্ন তুলতে পারেন ইসলাম ধর্মানুসারে সরকারের আর্থিক সহায়তায় হজ্ব হয় কিনা। সে বিষয়ে ইসলামিক স্কলারদের মধ্যে তর্ক চলতেই পারে। প্রশ্ন তুলতে পারেন, সারাজীবন শ্রমিক-মেহনতি মানুষের পার্টির হোলটাইমার হয়ে হজ্ব-ওমরা করার টাকা কোথায় পান মঞ্জুরা? বি.দ্র.: নিন্দুকেরা সিপিবিকে এক সময় ‘শালা-দুলাভাই’র পার্টি বলতেন। এখন কী বলেন জানি না। সেলিমের আপন ছোটবোনের সঙ্গে মঞ্জুর বিয়ে হয়েছে। ১৫-৫-২৪

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়