শিরোনাম
◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী ◈ বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সকল কার্যক্রম পরিচালনা করছে: মির্জা ফখরুল ◈ ক্যাসিনোহোতা সেলিম প্রধানের প্রার্থিতা বাতিল, দিতে হবে জরিমানা ◈ বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্র কাজে দেয়নি: পররাষ্ট্রমন্ত্রী  ◈ যুক্তরাষ্ট্রের অবস্থান পরিস্কার করেছেন ডোনাল্ড লু: ওবায়দুল কাদের  ◈ এনইসি সভায় ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৪, ০৩:১৫ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৪, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খান বাংলাদেশের আসল পুরুষ!

আনিস আলমগীর

আনিস আলমগীর : নিজে সুদর্শন পুরুষ, বিয়ে করেছেন দুজন সুন্দরী কর্মজীবী নারীকে। যেমন তেমন কর্মজীবী নয়, রূপালি পর্দার সুন্দরী জনপ্রিয় নায়িকা। বিয়ের অনুষ্ঠানের কোনো খরচ নেই, লোকজনকে দাওয়াত দেওয়ার কোনো পেরেশানি নেই। কিন্তু বিয়ের স্বীকৃতি আদায়ের জন্য তার স্ত্রীদের আদালতে যেতে হয়নি। সাকিবকে দাঁড়াতে হয়নি কাঠগড়ায়। একজন বাচ্চাসহ টেলিভিশনে এসে কান্নাকাটি করে বিয়ের স্বীকৃতি আদায় করেছেন, আরেকজন বেবি বাম্পের ছবি দিয়ে স্বীকৃতি নিয়েছেন। বাংলাদেশের সারোগেসি প্রথা চালু নেই, কিন্তু অলমোস্ট সেই পদ্ধতিতেই ফটাফট দুটি কিউট বাচ্চার বাবা হয়ে গিয়েছেন তিনি। 

বাচ্চাদের লালন পালনের দায়িত্ব দিয়েছেন আবার তাদের মায়েদের উপর। তারাও এখন মাশাল্লাহ স্কুলে পড়াশোনা শুরু করে দিয়েছে, বাবার সঙ্গেও ঘুরে বেড়ায়। কিন্তু শাকিবের ওপর বউদের কোনো প্যারা নেই, ঘ্যানর ঘ্যানর নেই। বরং তারা দুজন চুলোচুলি করে তারা তাকে কে বেশি ভালোবাসে সেই পরীক্ষা দিতে। আর তিনি নির্ঝঞ্ঝাটে সিনেমায় সুপারস্টার হিসেবে কাজ চালাচ্ছেন। এদিকে তার জন্য পরিবার থেকে বিয়ে করার জন্য খোঁজা হচ্ছে নতুন পাত্রী। এবার তাদের পছন্দে বিয়ে করবেন তিনি, তার নাকি পছন্দ ডাক্তার পাত্রী। 

এটাই ভালো। ঘরে বউ তো শেষ বেলায় দরকার। একজন পার্মানেন্ট সঙ্গী ছাড়া তো তখন আর চলে না। স্ত্রী স্বাস্থ্য সেবা দেবে। গা টিপবে, পা টিপবে। ভালো-মন্দ রান্না করবে। স্বামী সিনেমা ছেড়ে ধর্ম কর্ম করবে, স্ত্রী তার জন্য তাহাজ্জতের নামাজ পড়তে শীতকালে গরম পানি তৈরি করে দেবে। বাংলাদেশের ৯৯ শতাংশ পুরুষের এটাই কামনা। বিশ্বাস না হলে আপনার পাশে থাকা কোনো বিবাহিত পুরুষকে জিজ্ঞেস করুন এখনই। লেখক: সিনিয়র সাংবাদিক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়