শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল

প্রকাশিত : ২২ জুন, ২০২২, ০২:৪৫ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২২, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুল হোসেন কি আবারো মন্ত্রী হবেন?

সালেহ্ বিপ্লব: জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের কী দোষ দেবো? তারা করলো তো আমাদের দেশের লোকজনের কথায় করলো। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই ঘটনা ঘটায় একদিকে ভালো হলো। আমাদের যে সক্ষমতা আছে, তা প্রমাণ হলো।

শেখ হাসিনা এও বলেন,  জুজুর ভয় দেখাবেন না। বিশ্ব ব্যাংক কিন্তু দাতা না। উন্নয়ন অংশীদার। ভিক্ষা দেয় না, অংশীদার হিসেবে লোন নেই। সুদসহ শোধ করি। টাকা আমাকে দিতে হবে। একটা প্রজেক্টে টাকা বরাদ্দ করা হলে ওই টাকা ফেরত যাওয়ার কোনো উপায় নেই। পদ্মার খাতে টাকাটা দেয়নি, কিন্তু অন্য খাতে সেই টাকাটাই দিয়েছে। আর বিশ্ব ব্যাংককে বুঝতে হবে করুণা নেই না। অংশীদার হিসেবে ঋণ নেই। আগে এই টাকার জন্যে আমাদের যেতে হতো। আমি বলেছি, না। আমরা যাবো কেনো? ঋণ নেবো, আমাদের দেশে এসে দিয়ে যাবেন। এখন তাই হয়।  

এরপর আরেক সাংবাদিক সরকারপ্রধানের কাছে জানতে চান, সব অভিযোগ তো মিথ্যা প্রমাণ হয়েছে। সৈয়দ আবুল হোসেনকে আবারও মন্ত্রিসভায় আনা হবে কি না। জবাবে শেখ হাসিনা বলেন, সময় বলে দেবে, কী করবো। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়