শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২২ জুন, ২০২২, ০২:৪৫ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২২, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুল হোসেন কি আবারো মন্ত্রী হবেন?

সালেহ্ বিপ্লব: জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের কী দোষ দেবো? তারা করলো তো আমাদের দেশের লোকজনের কথায় করলো। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই ঘটনা ঘটায় একদিকে ভালো হলো। আমাদের যে সক্ষমতা আছে, তা প্রমাণ হলো।

শেখ হাসিনা এও বলেন,  জুজুর ভয় দেখাবেন না। বিশ্ব ব্যাংক কিন্তু দাতা না। উন্নয়ন অংশীদার। ভিক্ষা দেয় না, অংশীদার হিসেবে লোন নেই। সুদসহ শোধ করি। টাকা আমাকে দিতে হবে। একটা প্রজেক্টে টাকা বরাদ্দ করা হলে ওই টাকা ফেরত যাওয়ার কোনো উপায় নেই। পদ্মার খাতে টাকাটা দেয়নি, কিন্তু অন্য খাতে সেই টাকাটাই দিয়েছে। আর বিশ্ব ব্যাংককে বুঝতে হবে করুণা নেই না। অংশীদার হিসেবে ঋণ নেই। আগে এই টাকার জন্যে আমাদের যেতে হতো। আমি বলেছি, না। আমরা যাবো কেনো? ঋণ নেবো, আমাদের দেশে এসে দিয়ে যাবেন। এখন তাই হয়।  

এরপর আরেক সাংবাদিক সরকারপ্রধানের কাছে জানতে চান, সব অভিযোগ তো মিথ্যা প্রমাণ হয়েছে। সৈয়দ আবুল হোসেনকে আবারও মন্ত্রিসভায় আনা হবে কি না। জবাবে শেখ হাসিনা বলেন, সময় বলে দেবে, কী করবো। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়