শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩১ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নূহ-উল-আলম লেনিনের পান্থজনের কথা' গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন স্পিকার 

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নূহ-উল-আলম লেনিনের ৭৫বছর পূর্তিতে 'পান্থজনের কথা' সম্মাননা গ্রন্থটির প্রকাশনা। গ্রন্থটি তার দীর্ঘদিনের পথচলার সঙ্গীদের নিয়ে লেখার সংকলন। লেলিনের ছাত্রজীবন, কর্মজীবন, রাজনীতির সাথে সম্পৃক্ততা সকল কিছুই গ্রন্থটিতে প্রকাশ পেয়েছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লেলিনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যা বৈচিত্র্যময়। লেলিন আসলেই একজন সম্পূর্ণ ভিন্নমাত্রার পান্থ। পান্থজনের কথা' গ্রন্থটি নতুন প্রজন্মকে তার সম্পর্কে জানতে ও অনুপ্রাণিত করতে ভূমিকা রাখবে।

[৩] শনিবার বিকালে রাজধানীর বাংলা একাডেমি আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে 'পান্থজনের কথা' শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন। এসময় স্পিকার গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

[৪] স্পিকার বলেন, নূহ-উল-আলম লেনিনের বিচরণ কোন একটি গন্ডিতে সীমাবদ্ধ নয়। রাজনৈতিক ও ব্যক্তিগত বন্ধু, কবি-সাহিত্যিকসহ দেশে-বিদেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে তার বন্ধুত্ব। চারিত্রিক বিচিত্রিতা  লেনিনের অনন্য বৈশিষ্ট্য। তিনি একাধারে মুক্তিযোদ্ধা, প্রাবন্ধিক, কবি, রাজনীতিবিদ, সমাজকর্মী, প্রত্নতত্ত্ববিদ। রাজনৈতিক পরিবারে পিতার ছত্রছায়ায় তার রাজনীতির ভীত রচিত হয়েছে। আশির দশকে আন্দোলনে তিনি অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। দীর্ঘদিন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত। 

[৫] ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক  বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান। এছাড়া, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোঃ নূরুল হুদা, কবি অসিম সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোঃ সামাদ, একুশে পদক প্রাপ্ত অনুজীব বিজ্ঞানী মোঃ আনোয়ার হোসেন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়