শিরোনাম
◈ রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা ◈ ড. ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই: প্রেস সচিব ◈ আন্দোলনকারীদের উদ্দেশে ডিএমপির বার্তা ◈ আ. লীগের নিবন্ধন বাতিল ইস্যুতে বৈঠক শেষে যা বলছে ইসি (ভিডিও) ◈ প্রবাসী আয়ে সর্বকালের রেকর্ড গড়লো বাংলাদেশ! ◈ জুলাই-আগস্টের সকল হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার: চিফ প্রসিকিউটর ◈ স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা : প্রধান উপদেষ্টা ◈ চোখ বেঁধে গুজরাট থেকে উড়োজাহাজ-লঞ্চে করে আনা হয়েছে, জানালেন ভুক্তভোগীরা ◈ টেস্ট থেকে অবসরে কোহলি ◈ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন: শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ ৫ অভিযোগ

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০২:০৩ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৩, ১২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ভারতীয় সেনাপ্রধান 

মোস্তাফিজুর রহমান: সোমবার সকালে তিন দিনের বাংলাদেশ সফরে এসেছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রনালয়। সম্প্রতি সেনাপ্রধান এসএম শফিউদ্দিনের ভারত সফরের অনুসরণে বাংলাদেশে এ সফর করছেন জেনারেল পান্ডে। আইএসপিআর জেনারেল পান্ডের সফরের বিষয়টি নিশ্চিত করেছে। 

ভারতের বিজ্ঞপ্তিটিতে বলা হয়, মঙ্গলবার জেনারেল পান্ডে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। সেখানে তিনি সেরা বিদেশী ক্যাডেটদের ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ট্রফি’ তুলে দিবেন। সফরকালে জেনারেল মনোজ পান্ডে বাংলাদেশ সেনাবাহিনী  প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন সহ আর্মড ফোর্সের অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। এই দ্বিপাক্ষিক আলোচনায় তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সামগ্রিক বিষয় আলোচনা করবেন।

এই উচ্চ পর্যায়ের আলোচনা ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার সুযোগ করে দেবে বলে আশাপ্রকাশ করা হচ্ছে।

এর আগে গত ২৬ এপ্রিল ভারতের সেনাপ্রধানের আমন্ত্রণে দেশটিতে সফরে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেসময়ে তিনি ভারতের চেন্নাইয়ে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমির কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। সম্পাদনা: রাশিদ 

এমআর/আরআর/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়