শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ভুটানকে হা‌রি‌য়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ মিরপু‌রে কারাতে খেলায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০২:০৩ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৩, ১২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ভারতীয় সেনাপ্রধান 

মোস্তাফিজুর রহমান: সোমবার সকালে তিন দিনের বাংলাদেশ সফরে এসেছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রনালয়। সম্প্রতি সেনাপ্রধান এসএম শফিউদ্দিনের ভারত সফরের অনুসরণে বাংলাদেশে এ সফর করছেন জেনারেল পান্ডে। আইএসপিআর জেনারেল পান্ডের সফরের বিষয়টি নিশ্চিত করেছে। 

ভারতের বিজ্ঞপ্তিটিতে বলা হয়, মঙ্গলবার জেনারেল পান্ডে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। সেখানে তিনি সেরা বিদেশী ক্যাডেটদের ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ট্রফি’ তুলে দিবেন। সফরকালে জেনারেল মনোজ পান্ডে বাংলাদেশ সেনাবাহিনী  প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন সহ আর্মড ফোর্সের অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। এই দ্বিপাক্ষিক আলোচনায় তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সামগ্রিক বিষয় আলোচনা করবেন।

এই উচ্চ পর্যায়ের আলোচনা ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার সুযোগ করে দেবে বলে আশাপ্রকাশ করা হচ্ছে।

এর আগে গত ২৬ এপ্রিল ভারতের সেনাপ্রধানের আমন্ত্রণে দেশটিতে সফরে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেসময়ে তিনি ভারতের চেন্নাইয়ে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমির কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। সম্পাদনা: রাশিদ 

এমআর/আরআর/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়