এস.এম আকাশ, ফরিদপুর: বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বহুমুখী পাটজাত পণ্য তৈরীর ক্ষেত্রে প্রশিক্ষণ কেন্দ্র করা হবে, পাট শিল্পের অগ্রগতি ও বিকাশ সাধনে দেশের ভেতরে পাটের ব্যবহার বৃদ্ধি করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটজাত পণ্যকে বর্ষপণ্য এবং সোনালি আঁশ পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করেছেন। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা-২০২৩ এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করতে পাট পণ্যকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রম শুরু করেছে। সে লক্ষ্যে পাটখাতের অংশীজনসহ বছরব্যাপী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রদর্শনী, সেমিনার, সভা ও প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দেশের প্রত্যেকটি জেলা ও বিভাগীয় শহরে পাট ও পাটজাতপণ্য প্রদর্শনী ও মেলার আয়োজন করা হচ্ছে। পাটের বহুমুখী ব্যবহার ও পাটজাত পণ্য আরও কিভাবে রপ্তানি যোগ্য পণ্যে পরিণত করা যায় সেদিকে নজর রাখতে হবে।
এসময় ফরিদপুরে পাট চাষীদের পাট পচানোর ক্ষেত্রে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় তা নিরসনের আশ্বাস দেন তিনি।
‘পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাট অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে ফরিদপুরে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মো. আব্দুর রউফ, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব,পরিকল্পনা অনু বিভাগ মো. মাহমুদ হোসেন, পাট অধিদপ্তরের (অতিরিক্ত সচিব) মহাপরিচালক ড. সেলিনা আক্তার, ফরিদপুরের পুলিশ সুপার মো, শাহজাহান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাসহ পাট অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :