শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ভুটানকে হা‌রি‌য়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ মিরপু‌রে কারাতে খেলায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ৩১ মে, ২০২৩, ০৯:৫৬ রাত
আপডেট : ০১ জুন, ২০২৩, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আনার বিষয়ে সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাজহারুল মিচেল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার রাজধানীর একটি হোটেলে এক ইন্টারেক্টিভ সেশনে যোগ দিয়ে একথা বলেন। তিনি আরও বলেন, কমিশন যা ভালো ভাববে তাই করবে। এ ব্যাপারে সরকারের কোন মাথাব্যথা নেই। সূত্র: সময়নিউজ.টিভি

নির্বাচন প্রসঙ্গে শাহরিয়ার আলম আরও বলেন, বিএনপির অর্ন্তবর্তীকালীন সরকারের দাবি করাটা এখন হবে অবৈধ। এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে বিবেচিত হবে। দৈনিক ইত্তেফাক প্রতিমন্ত্রীর সঙ্গে কথোপকথনের আয়োজন করে। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী পরিচালক ও প্রকাশক তারিন হোসেন। সূত্র: সংবাদ সংস্থা ইউএনবি

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন নিষেধাজ্ঞার কোনো কারণ দেখছি না।

তিনি আরও বলেন, সরকার কোথাও কোনো চাপে নেই। একটি রাজনৈতিক প্রশ্নের বিষয়ে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সমান রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। শাহরিয়ার আশা প্রকাশ করেন যে সব রাজনৈতিক দল তাদের অঙ্গীকারের পরিচয় দিয়ে নির্বাচনে অংশ নেবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকার যথাসাধ্য চেষ্টা করছে এবং সংকট সমাধানে বড় বড় দেশগুলোর সহযোগিতা কামনা করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ তার নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করতে ও যেকোনো ধরনের উগ্রবাদ বা সন্ত্রাসী কর্মকান্ডকে দমন করতে বিভিন্ন দেশ থেকে নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ করে। তিনি বলেন, ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের জন্য নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। তবে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার কারণে প্রক্রিয়াটি ধীর হয়ে গেছে। সূত্র: বাসস

প্রতিমন্ত্রী অপর এক প্রশ্নের জবাবে বলেন, চীনের নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) একটি নতুন বিষয় এবং বাংলাদেশের পক্ষ থেকে কিছু না করা পর্যন্ত এ ব্যাপারে বলার মতো কিছু নেই। মন্ত্রী  বলেন, একটি কমিটি আছে, যারা বিষয়টি দেখবে। আমরা এখনও জিডিআই সংক্রান্ত কোনো পর্যায়ে পৌঁছাতে পারিনি। তিনি বলেন, বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এ যোগ দিয়েছে এবং বিআরআই নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়