শিরোনাম
◈ ড. ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই: প্রেস সচিব ◈ আন্দোলনকারীদের উদ্দেশে ডিএমপির বার্তা ◈ আ. লীগের নিবন্ধন বাতিল ইস্যুতে বৈঠক শেষে যা বলছে ইসি (ভিডিও) ◈ প্রবাসী আয়ে সর্বকালের রেকর্ড গড়লো বাংলাদেশ! ◈ জুলাই-আগস্টের সকল হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার: চিফ প্রসিকিউটর ◈ স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা : প্রধান উপদেষ্টা ◈ চোখ বেঁধে গুজরাট থেকে উড়োজাহাজ-লঞ্চে করে আনা হয়েছে, জানালেন ভুক্তভোগীরা ◈ টেস্ট থেকে অবসরে কোহলি ◈ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন: শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ ৫ অভিযোগ ◈ নেতাকর্মীদের জন্য জামায়াত আমিরের জরুরি বার্তা

প্রকাশিত : ৩১ মে, ২০২৩, ০৭:০০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৩, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে তথ্য অধিকার আইন অত্যন্ত কার্যকর: প্রধান তথ্য কমিশনার 

এম এম লিংকন: তথ্য অধিকার আইনের প্রয়োগ বাড়াতে সাংবাদিকদের অভিজ্ঞতা, জ্ঞান ও মতামত আহ্বান করেন প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক। বুধবার ( ৩১ মে ) রাজধানীর তথ্য কমিশনে বাংলাদেশে তথ্য অধিকারে গণমাধ্যম ও অনুসন্ধানী সাংবাদিকতা শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন তিনি। তথ্য অধিকার আইন ব্যবহার করে অনুসন্ধানী সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের উৎসাহিতকরণ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সুচিন্তিত মতামত গ্রহণের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

তিনি বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। দেশ ক্রমাগত দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার প্রধান সোপান হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা যার অন্যতম হাতিয়ার তথ্য অধিকার আইন। 

এই কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি  ফরিদা ইয়াসমিন। 

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। সঞ্চালনা করেন তথ্য কমিশনরে সচিব (রুটিন দায়িত্ব) ড. আ. হাকিম। দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম ব্যক্তিত্ব, জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রধান প্রতিবেকরা কর্মশালায় অংশ গ্রহণ করেন।  সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএল/এসএইচবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়