জেরিন আহমেদ: বিএনপির দুই নেতার দুর্নীতি মামলায় সাজার রায় বহাল রেখে দেয়া আদেশের এক পর্যবেক্ষণে এ কথা বলেছেন হাইকোর্ট বেঞ্চ।
হাইকোর্ট বলেছেন, ভক্ষক নয়, রাজনীতিবিদরা হবেন দেশ ও জনগণের রক্ষক। রাজনীতিবিদরা জনগণ ও দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করার লক্ষ্যে রাজনীতিতে জড়িত হন। রাজনীতি জনগণ ও দেশের কল্যাণে এক ধরনের মহান ত্যাগ-নিষ্ঠার কাজ। সূত্র: ঢাকা পোস্ট
আদালত বলেন, বৈধ ব্যবসা এবং অন্যান্য পেশার আশ্রয় নিয়ে অর্থ-সম্পত্তি অর্জনের অনেক উপায় রয়েছে। তবে অর্থ উপার্জনের জন্য রাজনীতি কোনও পেশার আওতায় আসতে পারে না। সূত্র: নিউজ বাংলা
মঙ্গলবার (৩০ মে) দুর্নীতি মামলায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমানউল্লাহ আমান দম্পতির সাজা বহাল রেখে দেওয়া রায়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দিয়েছেন। মামলায় টুকুর ৯ বছর, আমানের ১৩ বছর ও সাবেরা আমানের ৩ বছর সাজা হয়েছিলো। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
জেএ/এসবি/এনএইচ