শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০২:২৮ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশিদের কাছে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর 

ড. এ কে আব্দুল মোমেন

মাজহার মিচেল: রাজধানীর সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে সোমবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কতৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি আমাদের বন্ধুরাষ্ট্র আমেরিকা ঘোষণা দিয়েছে যে, মায়ানমারের রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয়েছে। আমেরিকা আমাদের বন্ধুদেশ, আমি আশা করবো- আমেরিকা ৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে সেটাও স্বীকার করবে।

মন্ত্রী ড. মোমেন বলেন, সাম্প্রতিককালে কিছু নালিশ পার্টি বলে বেড়ায় আওয়ামী লীগ নাকি গণতন্ত্রে বিশ্বাস করে না। শেখ হাসিনার সরকার নাকি গণতন্ত্র ধ্বংস করেছে। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের (নালিশ পার্টি) সময়ে এক কোটি ভুয়া ভোটার হয়েছিল। শেখ হাসিনার সরকার ভুয়া ভোটার হওয়ার সব পথ বন্ধ করে বায়োমেট্রিক ফটো আইডি করে দিয়েছেন, স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করেছেন। ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন করে দিয়েছেন। এই তথ্যগুলো পৃথিবীকে জানানো দরকার। 

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা-কর্মীদের উদ্দেশে ড. মোমেন বলেন, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ যখন সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়, গণতন্ত্রের নিয়মে তখন আওয়ামী লীগেরই সরকার গঠন করার কথা ছিল। কিন্তু তখন তারা (পশ্চিম পাকিস্তানিরা) আওয়ামী লীগকে সরকার গঠনের প্রক্রিয়া বানচাল করে দেয় এবং গণহত্যা শুরু করে। তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এমএম/এমএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়