শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধ বিরোধী দেশগুলো এখনও বাংলাদেশকে নিয়ে মাথা ঘামায়: শাহরিয়ার

মো. শাহরিয়ার আলম

মাজহার মিচেল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম শনিবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ যাদুঘরে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা জানান।

তিনি বলেন, ‘যে কোনও কারণেই হোক, ১৯৭১ সালে যেসব রাষ্ট্র পাকিস্তানকে সমর্থন দিয়েছিল, এখন তারাই পৃথিবীব্যাপী গণতন্ত্র ও আইনের শাসনের বিষয়ে জোরালো বক্তব্য দেয়। এমনকি নানভাবে তাগাদা দিয়ে থাকে।’

তিনি বলেন, সেই রাষ্ট্রগুলোই, আমরা না চাইলেও বাংলাদেশের অনেক আভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে চাইলেও গণহত্যা দিবসের বিষয়ে কোন কথা বলতে চায় না। আজ ২৫ মার্চ বাংলোদেশ গণহত্যা দিবস পালন করছে, তারা কী বলছে সেটির দিকে আমরা তাকিয়ে থাকবো।

বিশেষ কোনও রাষ্ট্রের উদ্দেশে নয়, কিন্তু ৫২ বছর পরে ঘটনা স্বীকার করে নিলে কেউ খাটো হবে না জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান বিশ্বের বিবদমান একাধিক রাষ্ট্র এক অর্থে বলতে গেলে গণহত্যার পক্ষে ছিল এবং তারা অব্যাহতভাবে পাকিস্তানকে সামরিক অস্ত্র সরবরাহ করে গেছে। তারা পাকিস্তানকে, ইয়াহিয়া খানকে, টিক্কা খানকে তাদের বর্বরতা থেকে নিবৃত্ত করতে পারেনি।’

তিনি বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবে ওই সব রাষ্ট্রের কাছে বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।

অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকারকর্মী প্যাট্রিক বার্জেস মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে বলেন ইস্ট তিমুরে মাত্র সাড়ে ছয় লাখ লোকের বাস এবং সেখানে গণহত্যা হযেছে সেটি পুরো পৃথিবী জানে। কিন্তু বাংলাদেশে ৩০ লাখ মারা যাওয়ার পরেও সে সম্পর্কে বিশ্বব্যাপী প্রচারণা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়