শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন রাষ্ট্রদূতকে বলেছি এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না: ওবায়দুল কাদের 

ওবায়দুল কাদের 

এম এম লিংকন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে তত্ত্বাবধায়কের ভুত ভুলে যেতে হবে। আজকে মার্কিন রাষ্ট্রদূতকে এ কথা বলে এসেছি। বুধবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধরু জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অবৈধ ব্যক্তির হাতে গড়ে ওঠা অবৈধ দল হচ্ছে বিএনপি। তারা এদেশের গণতন্ত্রকে কবর দিয়েছে। ইতিহাসকে বিকৃত করেছে। এখন সরকার পতনে তাদের আন্দোলন আটকে গেছে চোরাবালিতে। আন্দোলনে ব্যর্থতার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিত। তিনি অবৈধ দলের অবৈধ মহাসচিব।

ছাত্রলীগের ভেতরে অস্ত্রোপচার করতে হবে হুশিয়ারী দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,  যাদের ভেতরে পঁচা গন্ধ, যারা নষ্ট হয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগকে নিয়ে গর্ব করি কিন্তু মাঝে মাঝে ছাত্রলীগ নিয়ে এমন কিছু শুনি তখন খুব খারাপ লাগে। অপকর্মের সাথে জড়িত এমন কাউকে নেতা বানানো যাবে না। দখলদার, চাঁদাবাজ ও মাদক করবারী কাউকে ছাত্রলীগের নেতা বানানো যাবে না। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে স্টেজে আমার পাশে কেউ নেই। কারণ শিক্ষার্থীরা ভয় পেয়েছে যদি স্টেজ ভেঙে যায়। সবাইকে স্টেজে দরকার নেই। কোথাকার কোন পাঠাগার সম্পাদক তারাও স্টেজে। আবার সাবেক নেতারাও মঞ্চে। এরকম নেতারা মঞ্চে উঠলে পাথর দিয়ে মঞ্চ করলেও ভেঙে যাবে।

দেশের স্বাধীনতা ঘোষণা নিয়ে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, স্বাধীনতার ঘোষণা দেয়ার বৈধতা একমাত্র বঙ্গবন্ধুর ছিল। অন্য কারো এ অধিকার ছিল না। স্বাধীনতার ঘোষণা পাঠক অনেকে ছিলেন কিন্তু বঙ্গবন্ধুই একমাত্র বৈধ ঘোষক।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সদস্য তারানা হালিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শাওন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

এমএমএল/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়