শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন রাষ্ট্রদূতকে বলেছি এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না: ওবায়দুল কাদের 

ওবায়দুল কাদের 

এম এম লিংকন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে তত্ত্বাবধায়কের ভুত ভুলে যেতে হবে। আজকে মার্কিন রাষ্ট্রদূতকে এ কথা বলে এসেছি। বুধবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধরু জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অবৈধ ব্যক্তির হাতে গড়ে ওঠা অবৈধ দল হচ্ছে বিএনপি। তারা এদেশের গণতন্ত্রকে কবর দিয়েছে। ইতিহাসকে বিকৃত করেছে। এখন সরকার পতনে তাদের আন্দোলন আটকে গেছে চোরাবালিতে। আন্দোলনে ব্যর্থতার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিত। তিনি অবৈধ দলের অবৈধ মহাসচিব।

ছাত্রলীগের ভেতরে অস্ত্রোপচার করতে হবে হুশিয়ারী দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,  যাদের ভেতরে পঁচা গন্ধ, যারা নষ্ট হয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগকে নিয়ে গর্ব করি কিন্তু মাঝে মাঝে ছাত্রলীগ নিয়ে এমন কিছু শুনি তখন খুব খারাপ লাগে। অপকর্মের সাথে জড়িত এমন কাউকে নেতা বানানো যাবে না। দখলদার, চাঁদাবাজ ও মাদক করবারী কাউকে ছাত্রলীগের নেতা বানানো যাবে না। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে স্টেজে আমার পাশে কেউ নেই। কারণ শিক্ষার্থীরা ভয় পেয়েছে যদি স্টেজ ভেঙে যায়। সবাইকে স্টেজে দরকার নেই। কোথাকার কোন পাঠাগার সম্পাদক তারাও স্টেজে। আবার সাবেক নেতারাও মঞ্চে। এরকম নেতারা মঞ্চে উঠলে পাথর দিয়ে মঞ্চ করলেও ভেঙে যাবে।

দেশের স্বাধীনতা ঘোষণা নিয়ে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, স্বাধীনতার ঘোষণা দেয়ার বৈধতা একমাত্র বঙ্গবন্ধুর ছিল। অন্য কারো এ অধিকার ছিল না। স্বাধীনতার ঘোষণা পাঠক অনেকে ছিলেন কিন্তু বঙ্গবন্ধুই একমাত্র বৈধ ঘোষক।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সদস্য তারানা হালিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শাওন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

এমএমএল/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়