মনজুর এ আজিজ: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মো. নুরুল আমিন। মঙ্গলবার (২১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হুমায়ূন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মো. নুরুল আমিন পরিকল্পনা বিভাগে সিনিয়র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ছিলেন।
তিনি ১৯৮৬ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৬১ সালের ১০ জুন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদপুর ইউনিয়নের আইটপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন নুরুল আমিন।
এমএএ/এসএ