শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৮:২১ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলপিজি স্টেশন ও কনভার্সন ওনার্স অ্যাসোসিয়েশনের এজিএম অনুষ্ঠিত

এলপিজি স্টেশন ও কনভার্সন ওনার্স অ্যাসোসিয়েশনের এজিএম অনুষ্ঠিত

মনজুর এ আজিজ: বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এবং কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের অ্যাংকর হলে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি, জোনাল কমিটি, এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) প্রতিনিধি, এলপিজি অপারেটর এবং সারাদেশ থেকে আগত এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপের মালিক, প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল মাওলা এবং মহাসচিব মো. হাসিন পারভেজসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ অ্যাসোসিয়েশনের বিগত বছরের কার্য-বিবরণী এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এলপিজি অটোগ্যাসকে বিকল্প জ্বালানি হিসেবে সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট অটোগ্যাস স্টেশন এবং কনভার্সন ওয়ার্কশপের মালিকদের নিয়ে গঠিত ‘বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এবং কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন’ ২০১৯ সালে যাত্রা শুরু করে।

পরিবেশবান্ধব বিকল্প-সাশ্রয়ী জ্বালানি হিসেবে এলপিজি অটোগ্যাসকে ব্যাপক জনপ্রিয় করা এবং এলপিজি অটোগ্যাস ব্যবসার সম্প্রসারণ, সহজীকরণ, বিনিয়োগ সুরক্ষা ও নিরাপত্তা ইত্যাদি বাস্তবায়নের লক্ষ্যে এলপিজি অটোগ্যাসের মূল্য নির্ধারণের ফর্মুলা থেকে ভ্যাট প্রত্যাহার, আগামী ১০ বছর ট্যাক্স হলিডে ঘোষণা, এলপিজি নীতিমালা এবং বিধিমালা-২০১৬ সংশোধন করে যাবতীয় লাইসেন্সিং সহজীকরণ এবং হয়রানিমুক্ত ব্যবসা পরিচালনা করার জন্য সরকারের পক্ষ থেকে ওয়ানস্টপ সেবা চালু করার ব্যাপারে অ্যাসোসিয়েশনের সদস্যরা জোরালো দাবি জানান।

বার্ষিক সাধারণ সভার শেষে অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি সকল অটোগ্যাস স্টেশন ও কনভার্শন ওয়ার্কশপের মালিকদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থেকে ঐক্যবদ্ধভাবে অটোগ্যাস সেক্টরের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়