শিরোনাম
◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৬:৪৮ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন রূপ

শাহজালালের থার্ড টার্মিনালের উদ্বোধন অক্টোবরে

বিমানবন্দরের নির্মীয়মান থার্ড টার্মিনাল  (ছবি: ফেসবুক থেকে)

সালেহ্ বিপ্লব: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ করা হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সম্প্রতি জানিয়েছেন, নির্মাণ কাজ ৬০ ভাগ সম্পন্ন হয়েছে। 

বাংলাদেশের বিমানবন্দরগুলোর মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যাত্রীসেবা বৃদ্ধি ও নিরাপদ বিমান পরিচালনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সব বিমানবন্দরে রানওয়ের শক্তি বৃদ্ধি, নতুন টার্মিনাল ভবন নির্মাণ এবং নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নসহ বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ চলছে। 

এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ২৪ অক্টোবর হযতে শাহজালাল (রহ.) বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন করা হয়। সে সময় ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে আরও ৭ হাজার ৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বাড়িয়ে প্রকল্পের আকার দাঁড়ায় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। এর মধ্যে জাপান আর্ন্তজাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ঋণ হিসেবে দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকা। বাকি ৫ হাজার ২৫৮ কোটি ৩ লাখ ৮৮ হাজার টাকা বহন করবে বাংলাদেশ সরকার। ২০১৯ সালের ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয়।

বিমান প্রতিমন্ত্রী তার সাম্প্রতিক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমানে টার্মিনাল ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জা এবং  বিভিন্ন ধরনের যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। থার্ড টার্মিনাল উদ্বোধনের পর অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর হওয়ায় যাত্রীরা আন্তর্জাতিক মানের সেবা পাবেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, থার্ড টার্মিনালের পরিচালন ও রক্ষণাবেক্ষণের কাজ হবে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি)। মন্ত্রিসভা ইতোমধ্যে এ বিষয়টির নীতিগত অনুমোদন দিয়েছে। 

এসবি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়