সালেহ্ বিপ্লব: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ করা হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সম্প্রতি জানিয়েছেন, নির্মাণ কাজ ৬০ ভাগ সম্পন্ন হয়েছে।
বাংলাদেশের বিমানবন্দরগুলোর মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যাত্রীসেবা বৃদ্ধি ও নিরাপদ বিমান পরিচালনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সব বিমানবন্দরে রানওয়ের শক্তি বৃদ্ধি, নতুন টার্মিনাল ভবন নির্মাণ এবং নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নসহ বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ চলছে।
এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ২৪ অক্টোবর হযতে শাহজালাল (রহ.) বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন করা হয়। সে সময় ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে আরও ৭ হাজার ৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বাড়িয়ে প্রকল্পের আকার দাঁড়ায় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। এর মধ্যে জাপান আর্ন্তজাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ঋণ হিসেবে দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকা। বাকি ৫ হাজার ২৫৮ কোটি ৩ লাখ ৮৮ হাজার টাকা বহন করবে বাংলাদেশ সরকার। ২০১৯ সালের ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয়।
বিমান প্রতিমন্ত্রী তার সাম্প্রতিক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমানে টার্মিনাল ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জা এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। থার্ড টার্মিনাল উদ্বোধনের পর অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর হওয়ায় যাত্রীরা আন্তর্জাতিক মানের সেবা পাবেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, থার্ড টার্মিনালের পরিচালন ও রক্ষণাবেক্ষণের কাজ হবে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি)। মন্ত্রিসভা ইতোমধ্যে এ বিষয়টির নীতিগত অনুমোদন দিয়েছে।
এসবি/এসএ