সুজন কৈরী: [২] গ্রেপ্তারকৃতদের নাম- আতাউর রহমান, সেলিম, শফিক, সাদ্দাম ও সাব্বির। রোববার সকালে রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএমপি’র গোয়েন্দা ওয়ারী বিভাগ।
[৩] গোয়েন্দা ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান বলেন, রাজধানীর কদমতলী এলাকায় একটি পিকআপ চুরির ঘটনায় কদমতলী থানায় মামলা হলে তদন্ত শুরু করা হয়। এরই প্রেক্ষিতে সারুলিয়া এলাকা থেকে চোর চক্রের ৫জনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে চুরি যাওয়া পিকআপটি উদ্ধার করা হয়।
[৪] গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।