আসাদুজ্জামান সম্রাট: রাষ্ট্রপতি নির্বাচনের আগে আগামী ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মনোনয়ন দাখিলের শেষ দিন।
বুধবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এতে রাষ্ট্রপতি নির্বাচন, সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হলে আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
উদ্ধুত পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য সংসদীয় দলের বৈঠক আহ্বান করা হয়েছে। সর্বশেষ গত ১২ জানুয়ারি সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এক মাসের কম সময়ের ব্যবধানে আবার সংসদীয় দলের বৈঠক আহ্বান করা হয়েছে।
রাষ্ট্রপতি পদে আলোচনায় থাকা দুটি নাম নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ও অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানকে নিয়ে আলোচনা চললেও এর বাইরে থেকে অন্য কেউ রাষ্ট্রপতি হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এএস/এনএইচ
আপনার মতামত লিখুন :