আনিস তপন: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, শেখার কোন শেষ নেই। সারাদিন শিকতে হবে, সারাদিন জানতে হবে। আমরা সবাই সবার জন্য। আমরা ভালো মানুষও হওয়াটে গুরুত্ব দিতে হবে। এটা হলে সবকিছুই সফল ভাবে অর্জন করতে পারবো।
বুধবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম মিলনায়তনে ঢাকা মেডিকেল কলেজ ইতিহাস সংরক্ষণ প্রকল্প কর্তৃক "মানবতার শেখ হাসিনা"শীর্ষক পোষ্টার , অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু ও এম আর মাহবুর রচিত "ঢাকা মেডিকেল কলেজ সেবা-সংগ্রাম-ঐতিহ্য" শীর্ষক বইয়ের ৪র্থ সংস্করন ও ঢাকা মেডিকেল কলেজের কৃতি ছাত্র-ছাত্রী ও সন্ধানী প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, মেডিকেল কলেজের পড়াশুনা খুবই কষ্টের। এখানে পড়াশুনা করে অনেক কিছুই মনে আসবে, কেনো এখানে পড়তে আাসলাম। কিন্তু এখান থেকে তোমরা যখন পাশ করে বের হবে, তখন মনে করবে অনেক কিছুই অর্জন করেছো। সেবা প্রদান করার যে তৃপ্তি তোমরা তখনই বুঝতে, যখন ডাক্তার হয়ে সেবা প্রদান করবে। আমি তোমাদেরকে বলবো ভালো ডাক্তার হওয়া অবশ্যই প্রয়োজন। তার চাইতে বড় প্রয়োজন ভালো মানুষ হওয়া। ক্লাসের বাইরেও একটি জগত আছে, সেই সম্পর্কেও তোমাদের জানতে হবে। মনটাকে খেলা রাখতে হবে। শেখার কোন শেষ নেই। সারাদিন শিকতে হবে, সারাদিন জানতে হবে। আমরা সবাই সবার জন্য। আমরা ভালো মানুষও হওয়াটে গুরুত্ব দিতে হবে। এটা হলে সবকিছুই সফল ভাবে অর্জন করতে পারবো।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঢাকা মেডিকেল কলেজ ইতিহাস সংরক্ষণ প্রকল্প অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম পি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক আ ফ ম রুহুল হক এম পিবাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাতীয় অধ্যাপক ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, স্বাধীনতা পদক প্রাপ্ত প্রখ্যাত গাইনি রোগ বিশেষ অধ্যাপক ডা. টি এ চৌধুরী, জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ও বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট অর্থোপেডিক্স সার্জন ও ঢাকা মেডিকেল কলেজ এলামনি ট্রাস্টের চেয়ারম্যান (ইলেক্ট) অধ্যাপক ডা. আমজাদ হোসেন, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনার ডা. এহসানুল কবির জগলুল, ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল ইসলাম চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এটি/এসএ
আপনার মতামত লিখুন :