শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ নো হাংকি পাংকি’? এটা কি রাজনৈতিক ভাষা হতে পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ১২:৩৩ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নো ম্যানস ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশ প্রবেশে নিবন্ধন প্রক্রিয়া শুরু

তরিকুল ইসলাম: বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে নো ম্যানস ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের সর্বশেষ দলটিকে বাংলাদেশে প্রবেশের প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত শনিবার রোহিঙ্গাদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। রোহিঙ্গাদের ওই দলে প্রায় ৫ হাজার সদস্য রয়েছেন। মিয়ানমারের পার্শ্ববর্তী বান্দরবান জেলার কাছে নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন তারা। নো ম্যানস ল্যান্ডে একসঙ্গে পাঁচ বছর ধরে এতো লোকের অবস্থান বিশ্বে নজিরবিহীন। 

সরকারের দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, এই মাসের শুরুর দিকে সশস্ত্র সংঘর্ষের সময় বেশিরভাগ আশ্রয়কেন্দ্র পুড়ে যায়। এই ঘটনায় বিশেষ করে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে নো ম্যানস ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের নিবন্ধন প্রক্রিয়ার সিদ্ধান্ত হয়।

অবশ্য শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর বলেছেন, আমাদের কমিটি হয়েছে। নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়া এই লোকদের যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেছে।  কিন্তু তাদের স্থানান্তর বা আশ্রয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু এটা নিশ্চিত যে, নিরাপত্তা ইস্যুতে বর্তমান ওই অবস্থানে আর কোন নতুন ক্যাম্প থাকবে না। তাদের অন্য কোথাও স্থানান্তর করা উচিত। সেটি কোথায় হবে সে জায়গা এখনও ঠিক হয়নি। কমিটিতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন, পুলিশ, গোয়েন্দা এবং বান্দরবান জেলা প্রশাসনের প্রতিনিধিরা রয়েছেন।

অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনিরের মতে, আমরা সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় সশস্ত্র গ্রুপগুলির মধ্যে সংঘর্ষের বেশ কয়েকটি ঘটনা লক্ষ্য করেছি, এটি এই লোকদের জীবনকে বিপন্ন করবে।যেহেতু তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছে, মানবিক কারণে, তাদের এখানে আশ্রয় দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

নো ম্যানস ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের নিয়ে আরব নিউজের প্রতবেদনে বলা হয়, মিয়ানমার থেকে পালিয়ে আসা এসব রোহিঙ্গারা মূলত নিজ দেশে ফেরার ইচ্ছায় নো ম্যানস ল্যান্ডে থেকে যায়। কিন্তু মিয়ানমারের পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবং ২০১৯ সালে বাংলাদেশ আর রোহিঙ্গাদের গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়ার ফলে তারা আটকা পড়ে। অস্থায়ী তাঁবুতেই এতোদিন ধরে তারা সেখানে বসবাস করে আসছিল বলে বলা হয়।

বাংলাদেশ ১৯৫১ সালের জাতিসংঘের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী দেশ না হলেও ১.২ মিলিয়ন রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এবং তাদের মানবিক সহায়তা দিয়েছে। যাদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারের সামরিক দমনের সময় পালিয়ে এসেছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়