শিরোনাম
◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ ◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৮:৩৯ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৮:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশের সড়ক পথে রেল ক্রসিংগুলিতে ওভারপাস নির্মাণ করা হবে: সেতুমন্ত্রী

ওবায়দুল কাদের

মনিরুল ইসলাম: পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদে জানিয়েছেন, সারাদেশের সড়ক পথে রেল ক্রসিংগুলিতে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে ভবিষ্যৎ প্রকল্পের আওতায় রেলওয়ে ওভারপাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সারাদেশে সড়ক পথে রেল ক্রসিংগুলিতে দুর্ঘটনা প্রতিরোধে নিরাপদ ও নিরবচ্ছিন্ন যানবাহন চলাচলের জন্য বিভিন্ন প্রকল্পের আওতায় রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হয়ে থাকে। ইতোমধ্যে দেশব্যাপি সড়ক পথে রেল ক্রসিংগুলিতে দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ২২টি রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হয়েছে। 

রোববার জাতীয় সংসদে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোওর পর্বে সরকারি দলের সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র লিখিত প্রশ্নের মন্ত্রী এ তথ্য জানান।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, চলমান বিভিন্ন মেগা প্রকল্পের আওতায় রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ চলমান রয়েছে এবং অন্যান্য ভবিষ্যৎ প্রকল্পের আওতায় রেলওয়ে ওভারপাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সকল রেলওয়ে ওভারপাস নির্মাণের ফলে রেল ক্রসিংয়ে দুর্ঘটনা এবং যানজট অনেকাংশে কমে আসবে এবং সড়কে নিরাপদ ও নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করা যাবে।

অপর সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংসদকে জানিয়েছেন, মেয়াদ উত্তীর্ণ যানবাহন এবং ফিটনেসবিহীন বা বিধি বহির্ভূত যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে থাকে। ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২ হাজার ৬৪৮টি মামলায় ৭১ লাখ ৫২ হাজার ৫৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৯টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

একই দলের বেনজীর আহমদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, বর্তমানে দেশে বিআরটিসি বাসের সংখ্যা এক হাজার ৩৫০টি। মেয়াদ উত্তীর্ণ যানবাহন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে। এছাড়া জেলা ও হাইওয়েতে জেলা ম্যাজিস্ট্রেট এবং হাইওয়ে পুলিশ এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালন করছে।

এমআই/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়