শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০১:২০ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেশাদারিত্বের সঙ্গে প্রশংসনীয় ভূমিকা রাখছে পুলিশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সঞ্চয় বিশ্বাস: দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি দমনে পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে প্রতিনিয়ত একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, তেমনি মনুষ্যসৃষ্ট দুর্যোগও দেখা যায়। এই হত্যা, লুটপাট, বোমা হামলা, আগুন সন্ত্রাস; সবসময় রাষ্ট্রের অর্থনীতির গতিকে স্তমিত করার চেষ্টা করে। আর আমাদের প্রতিটি প্রচেষ্টাই হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আর এক্ষেত্রে পুলিশ বাহিনী অত্যান্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে এসব বোমাবাজ, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক; এগুলো প্রতিরোধে করতে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে। যুগান্তর, ঢাকাপোস্ট, বাংলাট্রিবিউন

রবিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর চারঘাট উপজেলার সারদা পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানস্থলে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

পাঁচ বছর পর সারদায় পুলিশ একাডেমির অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন তিনি।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনী যেন জনগণের আস্থা অর্জন করতে পারে। যেকোনো দুর্যোগ মোকাবিলায়, সন্ত্রাস দমন বা কোনো কাজ করতে গেলে জনগণের সহায়তা একান্তভাবে দরকার। মানুষ যেকোনো বিপদে পুলিশকে পাশে পেলে তারা যেন অত্যন্ত আশ্বস্ত হয়। পুলিশ তার পেশাদারিত্ব ও সহমর্মিতা দিয়ে মানুষের আস্থা অর্জন করবে।

জনগণের জান-মাল রক্ষায় এবং এসব সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষকে রক্ষায় পুলিশ সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। এমনকি করোনা মহামারিকালে আমরা দেখেছি, যখন আত্মীয়-স্বজনও লাশ দাফন-কাফন করতে যায়নি, তখন পুলিশ সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ছুটে গেছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের যেকোনো ক্রান্তিকালে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ বাহিনী। তারা কাজ করেছে জঙ্গিবাদ মোকাবেলায়। এছাড়া, মঙ্গা মোকাবেলায় কাজ করছে সরকার। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তেও কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়