শিরোনাম
◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৭:১৭ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলবায়ুর প্রভাব মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক: নিউইয়র্ক কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে।

নিউইয়র্কেও কনস্যুলেটে ‘ট্রেনিং অ্যান্ড কোলাবোরেশন প্রোগ্রাম অন কোস্টাল রেজিলিয়েন্স’ এ অংশগ্রহণকারী প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন কনসাল জেনারেল।

তিনি জলবায়ু পরিবর্তনজনিত সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সাফল্য সম্পর্কে আলোকপাত করেন। বিশেষ করে তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনা ডেল্টাপ্ল্যান-২১০০ প্রণয়নের কথা উল্লেখ করেন।

এসডিজি-২০৩০ অর্জনে সম্ভাব্য সব ক্ষেত্রে পরিবেশবান্ধব নীতির প্রয়োগে সরকারের অঙ্গীকারের কথা কনসাল জেনারেল পুনর্ব্যক্ত করেন।

প্রতিনিধি দলে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন। এছাড়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ল্যামন্ট রিসার্চ প্রফেসর মাইকেল স্টেকলার উপস্থিত ছিলেন।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে চ্যালেঞ্জগুলো বর্ণনাকালে আলোচকরা বলেন, সমুদ্রপৃষ্ঠের জলরাশির উচ্চতা বৃদ্ধি বাংলাদেশের ক্ষতির কারণ হতে পারে। যার ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বসবাসকারী বহুসংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও এর ফলে অভ্যন্তরীণ নদীগুলোতে লবণাক্ততা বৃদ্ধির ফলে শস্য উৎপাদন ও মিঠা পানির মাছ চাষে ক্ষতির আশঙ্কা আছে এবং খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে তারা উল্লেখ করেন।

টিআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়