শিরোনাম

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৬:২০ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 করুণা চাই না, কর্ম করে বাঁচতে চাই

৩১তম বিশ্ব প্রতিবন্ধী দিবস

সঞ্চয় বিশ্বাস: ৩১তম বিশ্ব প্রতিবন্ধী দিবস আজ। এ উপলক্ষে বাংলাদেশেও জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে সংস্থাটি। শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৮টায় শোভাযাত্রাটি রাজধানীর মিরপুর গোলারটেক মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে দুপুর ১টায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়।

এসময় সংস্থাটির সভাপতি মোঃ সোহেল রানা বলেন, প্রতিবন্ধীরা আজ অবহেলিত। সারা বিশ্বে আজ প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে। আমরাও আজ বাংলাদেশে ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করছি। 

তিনি বলেন, দেশে সরকারের নিবন্ধিত ২৬ লাখ প্রতিবন্ধী আছে। বিশ্ব জরিপে প্রায় এক কোটি ৭০ লাখ প্রতিবন্ধী রয়েছে। এদের মধ্যে ঢাকা মহানগরীতে প্রায় দুই হাজার প্রতিবন্ধীকে কর্মযজ্ঞ করে তুলতে পেরেছি। সরকারের কাছে আমাদের দাবি,  আমরা করুণা চাই না, কর্ম করে বাঁচতে চাই। এটাই হবে আমাদের একমাত্র স্লোগান। সম্পাদনা: খালিদ আহমেদ

এসবি২/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়