শিরোনাম

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২১ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী নির্বাচনে সুশৃঙ্খল থেকে গণতন্ত্রকে সুসংহত করতে হবে: ডেপুটি স্পিকার 

প্রধান অতিথি ডেপুটি স্পিকার

মনিরুল ইসলাম: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এবং আগামী নির্বাচনে সুশৃঙ্খল থেকে গণতন্ত্রকে সুসংহত করতে হবে। দেশ থেকে সন্ত্রাস, মাদক ও অপরাজনীতি দূর করতে হবে। অতীতের ন্যায় পাবনায় আর কখনোই সাম্প্রদায়িক রাজনীতির স্থান হবে না।

শনিবার  ডেপুটি স্পিকার  পাবনাবাসী ও পাবনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পাবনা মুক্তমঞ্চে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে  এ কথা বলেন।

ডেপুটি স্পিকার পাবনার জনগন ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে বলেন, মুক্তিযুদ্ধের মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আর ৭৫ এ ঘাতক বাহিনী শেখ হাসিনা ও শেখ রেহানাকে হত্যার সুযোগ পেলে এবং জাতির জনকের কন্যা আওয়ামী লীগের দায়িত্ব নিজের কাধে তুলে না নিলে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যেত না। কাজেই পাবনার জনগনের সাথে সাথে তাঁদেরকেও ধন্যবাদ জানাই।

তিনি বলেন, সদ্যই আমাদের নির্ভরতার প্রতীক সারাবিশ্বের প্রধানমন্ত্রীদের মধ্যে ৩য় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তাঁর দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত  হিসেবে মেনে আমাদের এগিয়ে যেতে হবে।

মোঃ শামসুল হক টুকু আরও বলেন, আমি পাবনার সন্তান,  পুরো পাবনা জেলাই আমার গ্রাম। এই মাটিতে আমি খেলাধুলা করেছি, ছুটে বেরিয়েছি, এখানকার কৃতি সন্তান ও রাজনীতিবিদ ও মেহনতী মানুষদের কাছ থেকে দীক্ষা নিয়েছি। এই মাটির প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। এই মাটিকে ভালো কিছু উপহার দেয়া আমাদের সবার দায়িত্ব।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদগণ, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধাগণের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এবং পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গোলাম ফারুক প্রিন্স এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়