শিরোনাম
◈ অভিবাসন নীতিতে কঠোরতা; ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল ◈ ঋণের ফাঁদে আমরা ইতিমধ্যেই পড়েছি—এনবিআর চেয়ারম্যানের সতর্কবার্তা ◈ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যে কঠোর বার্তা দিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক নিবন্ধন সম্পন্ন: ইসি অনুমোদন দিয়েছে ৮১ সংস্থাকে ◈ মঞ্চে গালি দেওয়ায় ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো সাবেক সমন্বয়ককে, ভিডিও ভাইরাল ◈ আসিফ আকবর–ওমর সানীর ‘শব্দযুদ্ধ’ চরমে: ব্যক্তিজীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ সানীর ভিডিওবার্তা ভাইরাল ◈ জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক (ভিডিও) ◈ দেশের মা‌টি‌তে ৩ ফরম্যাটের সিরিজ খেলে জাতীয় দল থে‌কে অবসর নি‌তে চান সাকিবআল হাসান ◈ যুদ্ধ বিধস্ত সি‌রিয়া ও ফি‌লি‌স্তিন ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে ◈ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় কবি হাফিজ-নজরুল স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার  

রাশিদ রিয়াজ: বিশ্বখ্যাত ইরানি কবি হাফিজ ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আগামী ২৬ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪:০০টায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম শমশের আলী। পারস্যের কবি হাফিজ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মিলনের সুর শীর্ষক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাত।ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও কালচারাল রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মো: জাকির হোসেন।বিশিষ্ট লেখক, গবেষক ও ঢাকাস্থ কালচারাল রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক আহসানুল হাদী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের  উপ-সচিব  মোহাম্মদ  জিহাদ উদ্দিন, নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের  প্রধান  মোহাম্মদ  জসিম উদ্দিন  এবং  লেখক, সাংবাদিক ও চায়না-বাংলা কালচারাল  সোসাইটির সভাপতি জাহিদ আবেদিন।

অনুষ্ঠানে প্রবন্ধ  উপস্থাপন  করবেন  কুষ্টিয়া  ইসলামী বিশ্ববিদ্যালয়ের  আরবি ভাষা ও সাহিত্য  বিভাগের  অধ্যাপক  ড. কামরুল হাসান।ঢাকাস্থ ইরান  সাংস্কৃতিক  কেন্দ্রের  চলচ্চিত্র  ও  জনসংযোগ  বিভাগের উপ পরিচালক  মোহাম্মদ  সাইদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শর্ট ফিল্ম  সোসাইটির সভাপতি হোসনে মোবারক। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন লিটন হাফিজ চৌধুরী, শাহ নওয়াজ তাবিব ও রাজিন শরাফি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়