সালেহ্ বিপ্লব: জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট। সোমবার সিজিডিএফ কার্যালয়ের মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আইএসপিআর
দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) মনোয়ারা হাবীব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা হারানোর শোককে শক্তিতে রুপান্তরিত করে তাঁর আদর্শকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে যেতে হবে। তিনি তাঁর বক্তব্যে স্বাধীন বাংলাদেশে অত্যন্ত স্বল্প সময়ে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান প্রণয়ন, রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনায় শৃংখলা আনয়ন, মিলিটারি একাউন্টস ডিপার্টমেন্ট এর প্রতিষ্ঠার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সার্বিক ফিনান্সিয়াল ডিসিপ্লিন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করেন। সম্পাদনা: খালিদ আহমেদ