শিরোনাম
◈ নির্বাচনের কারণে এক মাস ‘অন-অ্যারাইভাল’ ভিসা স্থগিত করল বাংলাদেশ ◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০২:৫৮ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি: চট্টগ্রাম বন্দরে ৯ জুলাইযোদ্ধার কর্মসংস্থান

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বন্দরে কর্মসংস্থানের সুযোগ পেলেন গেজেটভুক্ত ৯ জুলাইযোদ্ধা। বন্দর কর্তৃপক্ষের বিশেষ সিদ্ধান্তের আওতায় তাদের চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার (১২ জানুয়ারি) চুক্তি সম্পাদনের পর আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ কার্যকর হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন– আরবী মোহাম্মদ আল মিরাজ, মোহাম্মদ সাকিল, মো. মেহেরাজ হোসেন, মাহবুবুল আলম, মো. শেফাতুল কাদের, সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, মো. আমির হোসেন ও মো. ইব্রাহীম।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনেল অফিসারের কার্যালয় থেকে জারি করা এক দপ্তরাদেশে জানানো হয়েছে, বন্দরের কাজের স্বার্থে গেজেটভুক্ত এই জুলাইযোদ্ধাদের বিভিন্ন বিভাগে ‘প্রশিক্ষণ সেবা সহযোগী’ বা ‘সহকারী’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্র, প্রশাসন বিভাগ, নৌ-বিভাগ, নৌ-প্রকৌশল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, হাইড্রোগ্রাফি বিভাগ, অর্থ ও হিসাব বিভাগ, পরিকল্পনা বিভাগ এবং বন্দর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করবেন।

আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বিভাগগুলো প্রতি মাসে তাদের হাজিরা শিট প্রশাসন বিভাগে পাঠাবে। এর ভিত্তিতে প্রশাসন বিভাগ সেবামূল্যের বিল প্রস্তুত করে অর্থ ও হিসাব বিভাগে পাঠাবে এবং অর্থ ও হিসাব বিভাগ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবের মাধ্যমে মাসিক সেবামূল্য পরিশোধের ব্যবস্থা করবে। চুক্তিবদ্ধ এই কর্মীদের আগামী সাত দিনের মধ্যে নিজ নিজ ব্যাংক হিসাবের তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক জানান, জুলাইযোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নয়জনকে এক বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী তারা পারিশ্রমিক বা সেবামূল্য পাবেন। উৎস: ঢাকা পোষ্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়