শিরোনাম
◈ অভিবাসন নীতিতে কঠোরতা; ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল ◈ ঋণের ফাঁদে আমরা ইতিমধ্যেই পড়েছি—এনবিআর চেয়ারম্যানের সতর্কবার্তা ◈ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যে কঠোর বার্তা দিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক নিবন্ধন সম্পন্ন: ইসি অনুমোদন দিয়েছে ৮১ সংস্থাকে ◈ মঞ্চে গালি দেওয়ায় ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো সাবেক সমন্বয়ককে, ভিডিও ভাইরাল ◈ আসিফ আকবর–ওমর সানীর ‘শব্দযুদ্ধ’ চরমে: ব্যক্তিজীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ সানীর ভিডিওবার্তা ভাইরাল ◈ জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক (ভিডিও) ◈ দেশের মা‌টি‌তে ৩ ফরম্যাটের সিরিজ খেলে জাতীয় দল থে‌কে অবসর নি‌তে চান সাকিবআল হাসান ◈ যুদ্ধ বিধস্ত সি‌রিয়া ও ফি‌লি‌স্তিন ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে ◈ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৫ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেলওয়ের দুই দিনের বিশেষ অভিযানে ৫ হাজারের বেশি টিকিটবিহীন যাত্রী শনাক্ত, আদায় লাখ টাকা

বাংলাদেশ রেলওয়ে দুই দিনে দেশের বিভিন্ন রুটে বিশেষ অভিযান চালিয়ে টিকিটবিহীন ৫ হাজারের বেশি যাত্রীকে শনাক্ত করেছে। পূর্ব ও পশ্চিমাঞ্চলে সমন্বিত এই অভিযানে শতাধিক টিটিই অংশ নেন। অভিযানে যাত্রীদের কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ কয়েক লাখ টাকা আদায় করা হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে প্রকাশ করা এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

ফেসবুকে ইস্টজোনের হিসাব দিয়ে বলা হয়, গতকাল রবিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৩টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৯৩ জনকে।  তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।

এর আগের দিন পশ্চিমাঞ্চলের হিসেবে বলা হয়, ৬ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ে পরিচালিত অভিযানে মোট ৯৯ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৩ হাজার ২৬১ জন।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়