শিরোনাম
◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি ◈ রাজধানীতে আবারও বাসে আগুন  ◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রমজান আমদানিতে সহজ নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের ◈ দিল্লিতে বিস্ফোরণ, বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: তৌহিদ হোসেন ◈ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৪:২৫ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন বাংলাদেশ গড়তে কারও দাসত্ব নয়, স্বনির্ভর হতে হবে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে কারও দাসত্ব নয়, স্বনির্ভর হতে হবে। এখন যে পরনির্ভর হয়ে আছি, এর থেকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া উপায় নেই।

বুধবার (৮ অক্টোবর) দেশের বিভিন্ন খাতের কর্মকর্তাদের এলডিসি থেকে উত্তরণের জন্য প্রস্তুতির বিষয়ে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের পরে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে ভিসা জটিলতা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, জোর দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রণালয় কাজ করছে, বিষয়টি দ্রুত সমাধান হবে।

তিনি জানান, আইটি খাতে কর্মসংস্থান বৃদ্ধিতে সরকার কাজ করছে। বাংলাদেশে স্কিল সমৃদ্ধ জনশক্তি তৈরি করার পরামর্শ এসেছে বৈঠকে।  

প্রেস সচিব বলেন, দেশে অনেকবেশি বিবিএ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, কিন্তু তা মার্কেটে অতিরিক্ত। সার্বিক পরিস্থিতিতে সায়েন্সভিত্তিক গ্র্যাজুয়েশন বাড়ানো প্রয়োজন।  

প্রেসি সবিচ জানান, দেশের ৯টি রেজিম কোম্পানিকে অতি দ্রুতই অবসায়ন করবে সরকার। 

আগামী ১২ অক্টোবর প্রধান উপদেষ্টা রোমে যাচ্ছেন বলেও এ সময় জানান শফিকুল আলম। সেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি উচ্চ পর্যায়ে অনেকের সঙ্গে মিটিং করবেন বলেও প্রেস সচিব জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়