শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে ফ্রান্স ভিসা সেবা চালু, আবেদনকারীদের জন্য নতুন সুবিধা

বাংলাদেশে ফ্রান্স ভিসা সেবা চালু করেছে ভিএফএস গ্লোবাল। এর মাধ্যমে ঢাকায় আধুনিক ভিসা আবেদনকেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে ফ্রান্সের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ভিসার আবেদনকারীরা ঢাকার গুলশান এভিনিউতে অবস্থিত নতুন ভিসা আবেদনকেন্দ্রে সহজেই তাদের আবেদন জমা দিতে পারবেন।

ভিএফএস গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীরা অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন: https://visa.vfsglobal.com/bgd/en/fra/। এছাড়া প্রিমিয়াম সার্ভিস, কুরিয়ার, ফর্ম পূরণসহ আরও অতিরিক্ত সুবিধাও গ্রহণ করা যাবে। বর্তমানে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার নতুন ভিসা আবেদনকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ফ্রান্স দূতাবাস এই কেন্দ্র চালু করতে পেরে আনন্দিত। ভিসা আবেদন সংগ্রহের প্রক্রিয়া আউটসোর্স করার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশি নাগরিকদের ভ্রমণকে সহজ করা। এর ফলে প্রতিদিন আরও বেশি আবেদন গ্রহণ সম্ভব হবে, অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষার সময় কমবে, আধুনিক পেমেন্ট সুবিধা যুক্ত হবে এবং সামগ্রিকভাবে আবেদনকারীর অভিজ্ঞতা উন্নত হবে।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, ভিএফএস গ্লোবাল কেবল আবেদনকারীদের স্বাগত জানাবে এবং তাদের ফাইল সংগ্রহ করবে। ভিসা প্রক্রিয়াকরণ পুরোপুরি ফ্রান্স দূতাবাসের দায়িত্বে থাকবে।

ঢাকায় ফ্রান্স দূতাবাস ও প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালের যৌথ উদ্যোগে এই আধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে। এটি ঢাকার গুলশান ২–এর র‌্যাংস জেড স্কোয়ারের ৭ম তলায় অবস্থিত। এখানে আবেদনকারীরা আরও উন্নত সেবা পাবেন।

? ঠিকানা: র‌্যাংস জেড স্কোয়ার, লেভেল ৭, ১১৮ গুলশান এভিনিউ, গুলশান ২, ঢাকা
? কার্যক্রমের সময়: রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৮:৩০ – বিকেল ৪টা
? বিস্তারিত ও অ্যাপয়েন্টমেন্ট বুকিং: https://visa.vfsglobal.com/bgd/en/fra/

উৎস: দৈনিক জনকণ্ঠ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়