শিরোনাম
◈ ই-কমার্সে প্রতারণা ঠেকাতে আসছে নতুন আইন, থাকছে কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানা ◈ বিএনপি ক্ষমতায় গেলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করবে: তারেক রহমান ◈ কী ছিল শি জিনপিংয়ের গোপন চিঠিতে, যার ফলে ভারত ও চীন সম্পর্কে বরফ গলে  ◈ নুরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক: প্রেস সচিব (ভিডিও) ◈ আইসিইউতে নুরুল হক নুর: সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক ◈ নুরকে হাসপাতালে দেখতে এসে অবরুদ্ধ উপদেষ্টা আসিফ নজরুল ◈ শান্তিপূর্ণ সমাধানের চেষ্টায় ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা ও বল প্রয়োগ করে: আইএসপিআর ◈ নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ (ভিডিও) ◈ পল্টনে ফের র.ক্তা.ক্ত সংঘর্ষ: হলুদ হেলমেটধারীরা কারা?" ◈ মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫, ০৮:১৭ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি

মনিরুল ইসলাম : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বুয়েট শিক্ষার্থী সৈয়দ শাদিদ নাসিফের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার সন্ধ্যায় তাঁরা শাদিদের কেবিনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

শাদিদের বাবা, মা ও বোনসহ উপস্থিত স্বজনরা এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। শাদিদের মা প্রতিনিধিদের কাছে অনুরোধ জানান— ভবিষ্যতে যেন শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের বলপ্রয়োগ না হয়। প্রতিনিধি দল এ ঘটনায় দুঃখ প্রকাশ করে উল্লেখ করেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

শাদিদের বাবা রংপুরের একটি কলেজের শিক্ষক এবং বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিনিধি দল চিকিৎসার সব ধরনের সহায়তার আশ্বাস দেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তাঁরা।

ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক জানান, শাদিদের অপারেশন সফল হয়েছে এবং তিনি এখন স্থিতিশীল। তবে আগামী পাঁচ দিন গুরুত্বপূর্ণ। পরিস্থিতি বিবেচনায় পরে তাঁকে আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রধান উপদেষ্টা এম ফাওজুল কবির খানের পক্ষ থেকে প্রতিনিধি দল পরিবারের প্রতি সমবেদনা জানান এবং চিকিৎসক, নার্স ও সাপোর্ট স্টাফদের আন্তরিকতার প্রশংসা করেন।

পরে তাঁরা শাদিদের সহপাঠী এবং প্রকৌশল অধিকার আন্দোলনের কয়েকজন সংগঠকের সঙ্গে কথা বলেন। উপস্থিত সবাই পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। শাদিদের সহপাঠীরা স্নাতক প্রকৌশলীদের দাবির শান্তিপূর্ণ ও যৌক্তিক সমাধানের বিষয়েও নজর আকর্ষণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়