শিরোনাম
◈ মার্কিন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়া কে এই শরিফুল, বাংলাদেশে তাঁকে নিয়ে মাতামাতি কেন ◈ ক্রিকেটার সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ ◈ আর্জেন্টাইন কোচ এখন বসুন্ধরা কিংসে ◈ রাজনৈতিক প্রভাব কমাতে বাংলাদেশ ব্যাংকে বড় পরিবর্তনের খসড়া ◈ জুলাই শহীদ পরিবারে অনুদানের টাকা বণ্টনে সরকারের নতুন বিধিমালা ◈ শপথ নিলেন হাইকোর্টের নতুন অতিরিক্ত ২৫ বিচারপতি ◈ চিকিৎসাবিজ্ঞানে মাইলফলক:: ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না ◈ শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক ◈ ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর ◈ এবার তৌহিদ আফ্রিদির অপকর্মের বর্ণনা দিলেন তানভীর রাহী (ভিডিও)

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : মহসিন কবির

পুলিশ বাহিনী সংস্কারে নানা চ্যালেঞ্জ

মহসিন কবির: শেখ হাসিনার পতনের পর পুলিশ বাহিনী অনেকটা গুটিয়ে গিয়েছিলো। আস্তে আস্তে তাদের স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে। তবে পেরিয়ে গেছে এক বছরেরও বেশি সময়। এখনো পুরো বাহিনী শৃঙ্খলায় ফিরেনি। 

পুলিশের বাহিনীটির পুনর্গঠন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে আছে। কিন্তু এখনও অন্তত ৬টি বড় চ্যালেঞ্জ রয়ে গেছে পুলিশের সামনে। এগুলো হচ্ছে- বাহিনীটির অভ্যন্তরে সংস্কার, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কাক্সিক্ষত উন্নয়ন, ক্ষমতার পালাবদলকালে পুলিশের থানা ও ফাঁড়ি থেকে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, জুলাই অভ্যুত্থানকালে ছাত্র-জনতার হত্যাকারী আসামিদের গ্রেপ্তার, জুলাই অভ্যুত্থান মামলার তদন্তকাজ শেষ করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে যথাযথ প্রস্তুতি গ্রহণ। প্রতিটি ক্ষেত্রেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বাহিনীটিকে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

সাবেক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আশরাফুল হুদা গণমাধ্যমকে বলেছে, পুলিশের সামনে যে ৬টি বড় চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে তা খুবই গুরুত্বপূর্ণ। এসব চ্যালেঞ্জ উৎরে যেতে হলে পুলিশের সিনিয়র অফিসারদের তদারকি বাড়াতে হবে। এ ছাড়া সব পর্যায়ের পুলিশকে এক হয়ে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে অর্পিত দায়িত্বগুলো তদারকির মাধ্যমে যথাসময়ে আদায় করে নিতে হবে। এর পাশাপাশি মাঠ পুলিশের কল্যাণে তাদের সুযোগ-সুবিধার বিষয়েও গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, পুলিশের অভ্যন্তরীণ সংস্কার কাজগুলো এগিয়ে নিতে গৃহীত পদক্ষেপগুলোতেও অধিকতর দৃষ্টি দিতে হবে। পাশাপাশি জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত হত্যা মামলার তদন্ত এবং এসব মামলার আসামিদের গ্রেপ্তারে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কাক্সিক্ষত উন্নয়ন এবং বেহাত অস্ত্র উদ্ধারে গোয়েন্দা নজরদারি আরও বাড়াতে হবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ সংস্কারসহ আরও যেসব চ্যালেঞ্জ রয়েছে তা উত্তরণে আন্তরিকভাবে কাজ করছে পুলিশ বাহিনী। এজন্য পুলিশ সদর দপ্তরে একাধিক কমিটি দায়িত্ব পালন করছে। বিভিন্ন পর্যায় থেকে এসব বিষয় তদারকি করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ বিভিন্ন বিষয়ে গৃহীত কাজের অগ্রগতি কতটুকু, এ বিষয়ে প্রতিনিয়ত হালনাগাদ তথ্য নিচ্ছেন খোদ আইজিপি মহোদয়।

অনুসন্ধানে দেখা গেছে, ক্ষমতার পালাবদলের এক বছর পরও দেশের অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগ কাটেনি। খুনোখুনি, মব ভায়োলেন্স, চুরি, ডাকাতি, ছিনতাই লেগেই আছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত খুনের ঘটনায় নৃশংসতার মাত্রাও বেড়েছে। গুলি করে হত্যার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হচ্ছে মানুষকে। বেড়েছে গণপিটুনিতে হত্যার ঘটনাও। মানুষের মধ্যে কথায় কথায় নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা কমছেই না। থামছে না মব ভায়োলেন্স। অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপারেশন ডেভিল হান্টের পর এখন চলছে ‘চিরুনি অভিযান’। এতেও আইনশৃঙ্খলা পরিস্থিতির কাক্সিক্ষত মাত্রায় উন্নতি হয়নি। এমন প্রেক্ষাপটে অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কাক্সিক্ষত উন্নয়ন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা ও অপরাধ বিশেষজ্ঞরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক গণমাধ্যমকে বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো আইনগতভাবে মোকাবিলা করার জন্য বাস্তবতার নিরিখে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মব সহিংসতা নিয়ন্ত্রণ, থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং নির্বাচনে নানা ধরনের অগণতান্ত্রিক শক্তির উত্থান নিয়ন্ত্রণ করতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট এবং জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত বিষয়গুলোর ন্যায্যতা আইনগতভাবে নিশ্চিত করতে না পারলে অপরাধীরা নানাভাবে সক্রিয় হবে এবং নানা ধরনের অস্থিরতা সৃষ্টির ক্ষেত্রে অপরাধমূলক তৎপরতা অব্যাহত রাখবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের মধ্যে সমন্বয়হীনতা দূর করে বাস্তবতা বিচার্যে জনস্বার্থ নিশ্চিত করার আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরাধীর বিরুদ্ধে অপরাধের মাত্রার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এর বাইরে রাজনৈতিক পরিচয়সহ সব ধরনের প্রভাব বিস্তারকারী পরিচয় এড়িয়ে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠার স্বার্থে আইনের সফল ও কার্যকর প্রয়োগে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা অব্যাহত রাখতে হবে।

গত বছর জুলাই গণ-অভ্যুত্থানকালে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে পুলিশ। এতে সারাদেশে নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হতাহত হয়। এ ঘটনায় গত এক বছরে সারাদেশে ইতোমধ্যে ১৭৩০টি মামলা রুজু হয়। এর মধ্যে ৭৩১টি হত্যা মামলা। ইতোমধ্যে ২৯টি মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে। বাকি মামলাগুলো তদন্তাধীন। এসব মামলার তদন্ত শেষে সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা এখন বড় চ্যালেঞ্জ। এসব মামলা তদারকি করতে কয়েকটি পর্যায়ে মেন্টর কমিটি কাজ করছে। পুলিশ প্রধান বাহারুল আলম এসব মামলার তদন্তের অগ্রগতি জানতে প্রতি সপ্তাহে বৈঠক করছেন তদন্ত কর্মকর্তাসহ দায়িত্বশীলদের সঙ্গে। তিনি তদন্তের ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দিয়ে তা সংশোধনে দিক নির্দেশনা দিচ্ছেন।

অন্যদিকে জুলাই অভ্যুত্থান মামলার আসামিদের গ্রেপ্তার করে বিচারের জন্য সোপর্দ করাও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পুলিশ কর্মকর্তারা। এসব মামলার বেশির ভাগের আসামি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, নেতা ও পুলিশের কর্মকর্তারা। মামলার আসামিদের একটি বড় অংশ এখনও পলাতক। কেউ কেউ বিদেশে পালিয়ে গেছেন। তাদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। ইতোমধ্যে দুজন সাবেক আইজিপিসহ পুলিশের অন্তত ৬৫ জন কর্মকর্তা ও সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত বছর ৫ আগস্ট ক্ষমতার পালাবদলকালে দেশের ৪৬০ থানা ও ১১৪টি ফাঁড়িসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট হয়। সে সময় চায়নিজ রাইফেল, শর্টগান, পিস্তল, রিভলবারসহ বিভিন্ন ধরনের ৫ হাজার ৭৫৩টি অস্ত্র লুট হয়। এ ছাড়া ৬ লাখ ৫১ হাজার ৮৩২টি গোলাবারুদ নিয়ে যায় দুর্বৃত্তরা। এর মধ্যে এখনও ১ হাজার ৩৬৩টি অস্ত্র এবং ২ লাখ ৫৭ হাজার ৭২০টি গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ এগুলো দেশের আইনশৃঙ্খলার জন্য এখনও বড় হুমকি। এ ছাড়া অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বেহাত হওয়া অস্ত্র নিরাপত্তার ক্ষেত্রে বড় শঙ্কা তৈরি করতে পারে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তা ও অপরাধ বিশেষজ্ঞরা।

পুলিশ বাহিনী সংস্কারে পুলিশ সংস্কার কমিশন সরকারের কাছে গত ১৫ জানুয়ারি একগুচ্ছ সুপারিশ করেছিল। পরবর্তীকালে সেসব সুপারিশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর একাধিক কমিটি গঠন করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশকে বাহিনীর অভ্যন্তরীণ সংস্কারে নানা পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে। বিভিন্ন নীতি প্রণয়ন এবং তা বাস্তবায়নে ব্যবস্থা নিতে হচ্ছে। এ ছাড়া নানা আইন, বিধি প্রণয়নে সুপারিশ তৈরি করতে হচ্ছে। এসব কাজ যথাযথভাবে সম্পন্ন করাটাও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা।

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে প্রস্তুতি নিতে হচ্ছে পুলিশ বাহিনীকে। নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য সারাদেশে মোতায়েন হবে। এ জন্য আগামী মাসে শুরু হচ্ছে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া। যথাসময়ে তাদের প্রশিক্ষণ দিয়ে ভোটের মাঠে মোতায়েন উপযোগী করাটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে পুলিশ সদর দপ্তর। আর এ কাজটি সম্পন্ন করতে পুলিশের ৪টি কমিটি দায়িত্ব পালন করছে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোটের জন্য পুলিশকে দায়ী করা হয়। আগামী নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কলংকমোচনের একটা সুযোগ হিসেবে দেখছে পুলিশ বাহিনী। সে অনুযায়ী বাহিনীতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। চলছে ভোটকেন্দ্রে ব্যবহারের জন্য বডিওর্ন ক্যামেরা কেনার প্রস্তুতি। এ ছাড়া সংসদ নির্বাচনের জন্য অস্ত্র, গোলাবারুদসহ নানা নিরাপত্তা সামগ্রী কেনাকাটার উদ্যোগ শুরু হয়েছে। এসব প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করলে চ্যালেঞ্জ উৎরে যেতে সক্ষম হবে পুলিশ বাহিনী- এমনটাই মনে করছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

এদিকে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হয়েছে। পিস্তল ও শর্টগান ৫০ হাজার, চায়না রাইফেল ১ লাখ ও এসএমজি উদ্ধার করতে পারলে দেড় লাখ টাকা পুরস্কার দেয়া হবে। এছাড়া এলএমজি ৫ লাখ ও প্রতি গুলি উদ্ধার করতে পারলে ৫০০ টাকা পুরষ্কার দেয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখলে জানাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর অনেক আত্মীয় স্বজন গজিয়েছে। এরকম কেউ পরিচয় দিলে জানাতে হবে ও রিপোর্ট করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়