শিরোনাম
◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায় ◈ জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ চানখাঁরপুলে ৬ হত্যা: ‘পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনি’ ◈ আপনারে কে এখানে বসাইছে, তার কইলজা খুলিহালাইম, আপনার কইলজাও খুলমু: : কুমিল্লায় বিএনপি নেতার হুমকি ◈ ১১৭ দেশে এই প্রথম নজিরবিহীন তল্লাশি, এস আলম গ্রুপের ৪৭০ ‘শ্যাডো’ কোম্পানিতে লুকানো ২ লাখ কোটি টাকা ◈ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেয়ার জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তার খোঁজে হিমশিম পুলিশ প্রশাসন ◈ বাংলা‌দে‌শে ইহুদিবিদ্বেষী মন্তব্য, নিরাপত্তা বাহিনীর নির্যাতনসহ যেসব বিষয় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ০৩:১২ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

এক ছাদের নিচে হজযাত্রার সব সেবা, বুকিংয়ে বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক : হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর উদ্যোগে তিন দিনব্যাপী হজ ও উমরা মেলা আগামী ১৪ আগস্ট (বৃহস্পতিবার) শুরু হচ্ছে। এই মেলার উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্ব সাধারণের জন্য উম্মুক্ত থাকবে। মঙ্গলবার রাজধানীর হোটেল ভিক্টোরীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ মেলার ঘোষণা দেয় হাব। 

সংবাদ সম্মেলনে হাব সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার বলেন, বাংলাদেশে হজযাত্রীদের অধিকাংশই দেশের গ্রামীণ এলাকায় বসবাস করেন। বেশিরভাগ হজ ও উমরা এজেন্সির কার্যক্রম ঢাকাকেন্দ্রিক হলেও, এই মেলার মাধ্যমে দেশের সব হজ এজেন্সি ও হজযাত্রীদের মধ্যে পরিচিতি ও যোগাযোগের সুযোগ তৈরি হবে। হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, সঠিক তথ্য এবং অসাধু ব্যক্তি ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব থেকে মুক্ত সেবা প্রদানের লক্ষ্যেই আমাদের এই আয়োজন। বলা চলে, হজযাত্রার যাবতীয় তথ্য ও সেবা সম্পর্কে ধারণা পাওয়া যাবে এই মেলায়।

তিনি বলেন, হজ সংক্রান্ত যাবতীয় তথ্য, হজ ও উমরার বিধিবিধান এবং সরকারি বেসরকারি উদ্যোগ সম্পর্কে হজ গমনেচ্ছুদের অবহিত করাই এই ফেয়ারের মূল উদ্দেশ্য।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ফেয়ারে আগত দর্শনার্থীরা বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ ও প্রদত্ত সুবিধাদি যাচাই, মধ্যস্বত্বভোগীর প্রভাব ছাড়াই সরাসরি বুকিং বা চুক্তি করতে পারবেন। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা সম্পর্কেও হজ গমনেচ্ছুকগণ তথ্য পাবেন। সেই সঙ্গে প্যাকেজে মিলবে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়।

তিনি জানান, হজ ব্যবস্থাপনা একটি বহু অংশীজননির্ভর কার্যক্রম। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হাব দীর্ঘদিনের যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করে, তারা দায়িত্বশীল ও বিশ্বস্ততার সাথে হজযাত্রীদের সেবা প্রদান করে থাকে। এ বিষয়ে ধারণা দেওয়ার প্রচেষ্টাও থাকবে মেলায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডেডিকেটেড হজ ফ্লাইটের কথা বলে দ্বিগুণ ভাড়া নেওয়া হলেও কোনো এয়ারলাইন্স ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করে না। উড়োজাহাজ ভাড়া সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার টাকা হওয়া উচিত বলে মনে করে হাব।

হাব এর পক্ষ থেকে জানানো হয়, ২০২৬ সালের হজ রোডম্যাপ অনুযায়ী বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস, মুয়াল্লিমের মাধ্যমে বাড়ি ভাড়ার নিয়ম কার্যকর হলে হাজিদের কষ্ট ও ব্যয় বাড়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ধর্ম মন্ত্রণালয়কে বলা হয়েছে। মন্ত্রণালয় সৌদি আরবকে চিঠি দিয়েছে।

এখন জবাবের অপেক্ষায়। হাব জানায়, অতীতে হজ ব্যবস্থাপনায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনা থাকলেও বর্তমান সরকার ও হাবের যৌথ প্রচেষ্টায় আমূল পরিবর্তন এসেছে, ফিরেছে শৃঙ্খলা। ফলে হজযাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমেছে। এই ধারা অব্যাহত রেখে, ভবিষ্যতে আরও উন্নত ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার ও হাব যৌথভাবে কাজ করছে।

বর্তমানে বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম হজযাত্রী প্রেরণকারী দেশ। বেসরকারি ব্যবস্থাপনায় প্রায় ৯৬ শতাংশ হজযাত্রী এবং শতভাগ উমরা যাত্রী সৌদি আরব গমন করেন। হাবের সদস্যদের সরাসরি তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় হজ এজেন্সি ছাড়াও বিভিন্ন এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির স্টল থাকবে। স্টলগুলোতে পবিত্র হজ ও উমরার বিভিন্ন হুকুম-আহকাম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে এ সংক্রান্ত বই পুস্তিকা ও ভিডিও প্রদর্শিত হবে। এছাড়া ফেয়ারে হজ ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেম ও ‘রুট টু মক্কা’ উদ্যোগ বিষয়ে হজ যাত্রীরা ধারণা নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাবের সিনিয়র সহ-সভাপতি শামীম সাঈদী, সহ-সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দিন, অর্থ সচিব আবদুল হামিদ, জনসংযোগ সচিব হাফেজ জাহিদ আলম ও সাংস্কৃতিক সচিব মোহাম্মদ কাউসার উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়