শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫, ০২:৪৭ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই সনদের খসড়া আগামীকালের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, ‘জুলাই সনদ’-এর খসড়া আগামীকাল সোমবার (২৮ জুলাই) রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠকে আলোচনার শুরুতেই তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “রাষ্ট্রপরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন বিষয়ে আজকের আলোচনার এজেন্ডা নির্ধারণ করা হয়েছে। এছাড়া যেসব বিষয়ে এখনো একমত হওয়া যায়নি, সেগুলো নিয়েও আলোচনা চলবে।”

আলী রীয়াজ জানান, মোট ২০টি প্রস্তাবিত বিষয়ের মধ্যে এখন পর্যন্ত ১০টিতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, যদিও এর মধ্যে কয়েকটিতে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। সাতটি বিষয়ে এখনো ঐক্যমত হয়নি এবং বাকি তিনটি বিষয়ে আজকের সংলাপে প্রস্তাব উত্থাপন করা হবে।

তিনি বলেন, “নাগরিক অধিকার সম্প্রসারণে অঙ্গীকার করতে সব দল একমত হয়েছে। আগামীকাল খসড়া পাঠানোর পর রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের জন্য তারিখ নির্ধারণ করা হবে।”

জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে সংলাপ শেষ করার বিষয়ে আলী রীয়াজ জানান, ৩১ জুলাইয়ের মধ্যেই মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সম্পন্ন করতে চায় কমিশন। আজকের সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে বলেও তিনি উল্লেখ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়