শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী হত্যা: প্রধান আসামিসহ ৫ জনের স্বীকারোক্তি

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতলের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিন হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

রোববার (২০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। এর আগে শনিবার (১৯ জুলাই) একই আদালতে মামলার আরেক আসামি সজীব ব্যাপারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নিজের জবানবন্দিতে সজীব বলেন, আসামি মাহমুদুল হাসান মহিনের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধের জের ধরে মহিন সোহাগকে হত্যার পরিকল্পনা করেন এবং তার নেতৃত্বে ওই দিন সোহাগকে নির্মমভাবে ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

জবানবন্দিতে সজীব আরও বলেন, মূল পরিকল্পনাকারী ও নেতৃত্ব দেয়া মাহমুদুল হাসান মহিন ও রেজওয়ান উদ্দিন অভি ঘটনার আগে সোহাগকে তার দোকান থেকে টেনে বের করে নিয়ে আসেন। পরে সবাই মিলে তাকে টেনেহিঁচড়ে মিটফোর্ডের ৩ নম্বর গেট এলাকায় নিয়ে যান। সেখানে তাকে উলঙ্গ করে মারধর করা হয়। কিলঘুষি ও লাথি মারতে থাকেন সবাই। পরে ইট ও পাথর দিয়ে সোহাগের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। মহিন, লম্বা মনির ও অভি পাথর দিয়ে আঘাত করেন।

তার আগে গত ১৭ জুলাই মামলার আসামি টিটন গাজী, মো. আলমগীর ও মনির ওরফে লম্বা মনির হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এ নিয়ে মোট ৫ জন আদালতে স্বীকারোক্তি দিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়