শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ২৬ জুন, ২০২৫, ০৮:৩৩ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন-পাকিস্তানকে নিয়ে ‘ভারতবিরোধী’ কোনও জোট করছে না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

কর্মজীবনের শেষ দিনে গত ২০ জুন কুনমিংয়ে পাকিস্তান ও চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের কর্মকর্তাদের সাথে ত্রিপক্ষীয় বৈঠক করেন তখনকার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। সেখানে ত্রিদেশীয় নতুন জোট গঠন এবং সেজন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের কথা জানায় পাকিস্তান ও চীন। যদিও পরের দিন বিজ্ঞপ্তি দিয়ে এটিকে অনানুষ্ঠানিক বৈঠক বলে দাবি করে ঢাকা।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেছেন, চীন ও পাকিস্তানকে নিয়ে ‘ভারতবিরোধী’ কোনও জোট বাংলাদেশ গঠন করছে না। তিন দেশের পররাষ্ট্র সচিবের বৈঠক ছিল অফিসিয়াল উদ্যোগ, রাজনৈতিক কিছু নয়।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মূলত ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক জোরদারের সুযোগে বেইজিং এই ত্রিপক্ষীয় জোট গঠন করছে বলেও দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।

এ সময় ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন এবং সেক্ষেত্রে সরকার কি করছে, তাও স্পষ্ট করেন উপদেষ্টা। তৌহিদ হোসেন জানান, ভারতের সাথে সম্পর্ক শীতল না হলেও এটা ‘রিআ্যাডজাস্টম্যান্ট’ বা পুনরুদ্ধার করার চেষ্টা চলছে।

এদিকে, প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমানের নিয়োগ হলেও এ দায়িত্বে উনি যোগ দিতে চাননি বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উৎস: যুমুনা টেলিভিশন ও নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়