শিরোনাম
◈ চাকরিজীবীদের বিক্ষোভ-আন্দোলনে চ্যালেঞ্জের মুখে সরকার? ◈ সচিব পদে বড় রদবদল ◈ মোহাম্মদপুরের ত্রাস এক্সেল বাবু গ্রেপ্তার ◈ সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা ◈ সরকার ও রাজনৈতিকদলগুলো দুই মেরুতে, কোন দিকে যাচ্ছে ক্ষমতার রাজনীতি ◈ প্রধান উপদেষ্টার জাপান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ,  ১ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা আসবে  প্রত্যাশা করছি ◈ সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রুপরেখার সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ হয়েছে বিএনপি ◈ ‘এবারের হজযাত্রার এক অলৌকিক ঘটনা’ ◈ বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক, আনচেলত্তি ব্রা‌জি‌লের কোচ হিসা‌বে বছ‌রে বেতন পা‌বেন ১০৮ কো‌টি টাকা! ◈ একদিনে ডেঙ্গুতে ভর্তি ৭০, করোনা শনাক্ত ৬

প্রকাশিত : ২৬ মে, ২০২৫, ১০:২৯ রাত
আপডেট : ২৭ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুর তথ্য প্রচার, যা জানা গেল

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত ২১ মে ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত দেবী শেঠি হাসপাতালে মারা গেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। পোস্টটিতে আরো দাবি করা হয়, হার্টের জটিলতা নিয়ে তিনি ওই হাসপাতালে ৫ দিন আগে ভর্তি হয়েছিলেন।

তবে রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মারা যাওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তার মারা যাওয়ার তথ্যটি প্রচার করা হয়েছে।

 দাবির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ডা. দেবী শেঠির নারায়ানা হাসপাতালে আসাদুজ্জামান খান কামালের মারা যাওয়ার বিষয়ে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। 

যেহেতু আসাদুজ্জামান খান কামাল বিগত আওয়ামী লীগ সরকারের এমপি ও মন্ত্রী ছিলেন সেহেতু তিনি মারা গেলে মারা গেলে স্বাভাবিকভাবে এই বিষয়ে আওয়ামী লীগের অফিশিয়াল পেজ থেকে শোক বার্তা প্রচার হওয়ার কথা। তবে সংগঠনটির পেজে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি।

গত ২৪ মে প্রচারিত ঘোষণাসংবলিত একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়।

যেখানে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের যেকোনো বক্তব্য, বিবৃতি বা কর্মসূচি শুধুমাত্র দলীয় ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রকাশিত হবে এবং এই বক্তব্যই অফিশিয়াল।’

অর্থাৎ আওয়ামী লীগের অফিশিয়াল মাধ্যম থেকেও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুর কোনো দাবি করা হয়নি। সুতরাং ভারতে আশ্রয় নেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেঙ্গালুরুতে মারা গিয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়