শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ২৫ জুন, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়টি অপ্রত্যাশিত। যদি এর সাথে কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আইনের আওতায় আনা হবে। 

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থানায় যারা তদবির করতে আসে, তারা যেন থানায় ঢুকতে না পারে। তদবিরবাজরা যদি দোষী হয় তাদের আইনের আওতায় আনাতে হবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। একজন নিরিহ লোক কোনো অবস্থাতেই যাতে হয়রানি না হয়। এছাড়াও দুর্নীতিবাজ বা দোষী মানুষ কোনো অবস্থায় শাস্তি থেকে রেহাই না পায়।

মতবিনিময় শেষে জাতীয় নাগরীক পার্টি এনসিপি’র নেতাকর্মী ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পথ অবরুদ্ধ করেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সাবেক রাষ্ট্রপতি চলে যাওয়ার পেছনে কেউ জড়িত থাকলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি ব্যবস্থা নিতে না পারি প্রয়োজনে আমি চলে যাবো (পদত্যাগ করবো)।

আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিউট পরিদর্শনসহ তিনি এ মতবিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদুল্লাহ মিয়ান, বরেন্দ্রে’র মহা-পরিচালক মোজাফ্ফর হোসেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন প্রমুখ। উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়