শিরোনাম
◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ০৫:২৪ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গেজেট হলেই ৬১ আসনের সীমানা নির্ধারণ: ইসি সচিব

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (৭ মে) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সচিব আখতার আহমেদ বলেন, সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে অনুমোদন পেয়েছে। গেজেট পাওয়ার পরেই সংসদীয় সীমানা নির্ধারণের কাজ শুরু করা হবে।  
 
সীমানা নির্ধারণের আবেদন বিষয়ে তিনি আরও বলেন, ইতোমধ্যে ৬১টি সংসদীয় আসনের বিপরীতে ৪০৫টি আবেদন জমা পড়েছে। সীমানা নিয়ে কারো আপত্তি আছে কিনা, তা জানতে নতুন করে আবারো আবেদন আহ্বান করবে ইসি। এক্ষেত্রে ৬১টি আসনের সীমানা পরিবর্তন করতে হলে অন্য আসনগুলোর সীমানাও পরিবর্তন হবে। এতে আসন সংখ্যা কিছু বাড়তে পারে।
 
তিনি জানান, পুরনো আইন বিদ্যমান রেখেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণে কাজ করবে নির্বাচন কমিশন।
 
প্রসঙ্গত, ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক সুবিধা ও ভোটার সংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিধান রয়েছে আইনে। অতীতে এগুলো পুরোপুরি অনুসরণ করা হয়নি বলে অনেক অভিযোগ এসেছে ইসিতে। এক্ষেত্রে অনেকেই ২০০৮ সালের পূর্বের সীমানায় ফিরে যেতে চান। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়