শিরোনাম
◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

প্রকাশিত : ০১ মে, ২০২৫, ০১:১৬ রাত
আপডেট : ০২ মে, ২০২৫, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুষ না দেওয়ায় ৯১টি ফাইল আটকে রেখেছিলেন মাউশি রাজশাহীর ডিডি, প্রমাণ পেল দুদক

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) রাজশাহী অঞ্চলের উপপরিচালক (ডিডি) আলমগীর কবীরের কার্যালয়ে অভিযান চালিয়ে আটকে রাখা ৯১টি ফাইল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এই অভিযান চালানো হয়।

অভিযানে গিয়ে জানা যায়, এমপিওভুক্তির জন্য জমা পড়া ১৫২টি আবেদনের মধ্যে শর্ত না পূরণ করায় ৪৭টি বাতিল হয়। বাকি আবেদনগুলো পর্যায়ক্রমে পরিচালক মো. আছাদুজ্জামান, সহকারী পরিচালক আলমাস উদ্দিন এবং পরবর্তীতে উপপরিচালক আলমগীর কবিরের কাছে পৌঁছে। কিন্তু আলমগীর কবির ৯২টি ফাইল পরিচালকের কাছে পাঠাননি।

অভিযান চলাকালে অফিসে অনুপস্থিত ছিলেন অভিযুক্ত আলমগীর কবির। তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। 

দুদক জানায়, এর আগেও গত ১১ মার্চ একই অফিসে অভিযানে গিয়ে আলমগীর কবিরের বিরুদ্ধে ১৫১টি ফাইল আটকে রাখার প্রমাণ পাওয়া গিয়েছিল।

দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, ঘুষের জন্য ফাইল আটকে রাখেন এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়েছে। ৯২ টি ফাইল আটকে রাখার প্রমাণ পাওয়া গেছে। এর আগে ১৫১টি ফাইল আটকে রাখার প্রমাণ পেয়েছিল দুদক। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ঢাকায় প্রতিবেদন পাঠাবো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়