শিরোনাম
◈ ৬৫০ জন স্টান্টম্যানদের পাশে অক্ষয় কুমার, যে উদ্যোগ নিলেন! ◈ সাকিব ভা‌লো খেল‌লেও জেতা‌তে পা‌রেন‌নি মায়ামিকে ◈ ফিট না থাকলে খেলার কি দরকার? বুমরাহকে নিয়ে দিলীপ ভেঙ্গসরকারের বির‌ক্তি প্রকাশ ◈ গোপালগঞ্জের ঘটনায় এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার: ফ্যাক্টওয়াচ ◈ বিশ্ব অস্ত্রবাজারে দ্রুত উঠে আসছে যেই দেশ, যুক্তরাষ্ট্রকেও সামনে টেক্কা দিবে! ◈ বিদেশি নির্বাচনে মতামত না দিতে কূটনীতিকদের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র ◈ গোপালগঞ্জ নিহত চারজনের ময়নাতদন্ত ছাড়া দাফন-সৎকার সম্পন্ন ◈ আমের ঝুড়িকে ঘিরে এশিয়াতে যত কূটনীতি, রেষারেষি আর রহস্য ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের ◈ রাজনী‌তি‌তে অশ‌নি সং‌কেত গোপালগঞ্জের ঘটনা, বলছেন বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দলের নেতারা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:৫৩ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রত্যাহারের জন্য সুপারিশ করা রাজনৈতিক মামলার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করবে সরকার

প্রত্যাহারের জন্য সুপারিশ করা রাজনৈতিক মামলার তালিকা কয়েকদিনের মধ্যেই স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম।

রবিবার (২৭ এপ্রিল)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই তথ্য জানান।

ড. মো. রেজাউল করিম জানান, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সময়ের মধ্যে সারা দেশে দায়ের করা রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির সুপারিশ করা মামলার তালিকা আগামী কয়েকদিনের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করবে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়।

এদিন সচিবালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির ১২তম সভায় এই সিদ্ধান্ত হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও ৫১৭টি মামলা প্রত্যাহার করার সুপারিশ করা হয়। এ নিয়ে গত চার মাসে মোট ৮ হাজার ৮৩২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এই কমিটি। 

সভায় জানানো হয়, এসব মামলার প্রতিটিতে গড়ে কমপক্ষে ৫০ জনকে আসামি করা হয়েছিল। সেই হিসেবে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় পাঁচ লাখ নেতা-কর্মী এসব মামলার আসামি ছিলেন।

বর্তমানে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগে (সলিসিটর অনুবিভাগ, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গন, ঢাকা) বা solicitor.lawjusticediv.gov.bd ই-মেইলে সরাসরি আবেদন করেও মামলা প্রত্যাহার করা যাচ্ছে। মামলার এজাহার ও অভিযোগপত্রের ‘সার্টিফাইড কপি’ সংগ্রহে সমস্যা হলে মামলা প্রত্যাহারের দরখাস্তের সঙ্গে এজাহার ও অভিযোগপত্রের ‘সার্টিফাইড ফটোকপি’ও দাখিল করা যাবে বলে কমিটি সিদ্ধান্ত নেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়