শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৪, ১১:২৭ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংখ্যালঘুদের রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ আছি: শায়খ আহমাদুল্লাহ 

ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সরকার যেমন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে কাজ করছে তেমনি ধর্মীয় নেতারাও তাদের রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া ধর্মীয় নেতাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, আজ অনেক গণ্যমান্য আলেম ও ধর্মীয় নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রত্যেকেই বলেছেন- চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড এবং ফরিদপুরে মসজিদের দুই শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হলেও গোটা দেশের মুসলমান যে ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা এটিকে সাধুবাদ জানিয়েছি, ঠিক তেমনি এটি ধরে রাখবার সংগ্রামও চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ঐক্যবদ্ধ থেকে সংখ্যালঘুদের রক্ষার সংগ্রাম চালিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টাকে এ বার্তাটিই আমরা দিয়েছি।

বৈঠকে রমনা কালী মন্দিরের সহসম্পাদক অবিনাশ মিত্র প্রধান উপদেষ্টাকে বলেন, আমরা কখনো কোনো সময় কারো দ্বারা নির্যাতিত হতে চাই না। যদি কেউ করে তাকে তুলে ধরে বিচার করা হবে।

তিনি বলেন, আমাদের মধ্যে ঢুকে বিভিন্ন স্বার্থ হাসিলে বিশৃঙ্খলা যে করতে চায়, তাকে খুঁজে বের করতে হবে। আমাদের ভাইকে মেরেছে। কিন্তু কে এই ভাইকে মেরেছে, তাকে খুঁজতে হবে। এটাকে পুঁজি করে বাইরের রাষ্ট্র আমাদের ওপর মাছের আধারের মতো চড়াও হয়ে একটা বড় কিছু তৈরি করে নিতে চায়। এটা আমরা মানবো না।

বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি সুকোমল বড়ুয়া প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক শান্তি সম্মেলন করার আহ্বান জানিয়ে বলেন, আমরা শান্তি-সম্প্রীতিতে বসবাস করতে চাই। একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন করতে চাই। বিদেশি মিশনগুলো, যেসব আন্তর্জাতিক সংস্থা আছে তারাও থাকবে, বিশ্ব যাতে জানে- আমরা শান্তি ও সম্প্রীতিতে আছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়