শিরোনাম
◈ সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ◈ অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না: মির্জা ফখরুল (ভিডিও) ◈ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, নারীসহ আহত ৭ ◈ শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড অ্যালার্ট জারি’ (ভিডিও) ◈ তার খালার আমলে মানুষ গুম করা হয়েছিল, এরপরও টিউলিপকে কেন মন্ত্রী করলেন স্টারমার: বিবিসির প্রতিবেদন ◈ সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার করা হবে: আসিফ নজরুল ◈ আবারও সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা, বিজিবির বাধা ◈ চার অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২০ কর্মকর্তাকে বদলি ◈ তিন ম্যাচের একটিতে হারলেই স্বপ্ন ভাঙতে পারে শাকিবের ঢাকার, অন্য দলের সামনে কী সমীকরণ জেনে নিন ◈ শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৪, ১১:২৭ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংখ্যালঘুদের রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ আছি: শায়খ আহমাদুল্লাহ 

ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সরকার যেমন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে কাজ করছে তেমনি ধর্মীয় নেতারাও তাদের রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া ধর্মীয় নেতাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, আজ অনেক গণ্যমান্য আলেম ও ধর্মীয় নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রত্যেকেই বলেছেন- চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড এবং ফরিদপুরে মসজিদের দুই শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হলেও গোটা দেশের মুসলমান যে ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা এটিকে সাধুবাদ জানিয়েছি, ঠিক তেমনি এটি ধরে রাখবার সংগ্রামও চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ঐক্যবদ্ধ থেকে সংখ্যালঘুদের রক্ষার সংগ্রাম চালিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টাকে এ বার্তাটিই আমরা দিয়েছি।

বৈঠকে রমনা কালী মন্দিরের সহসম্পাদক অবিনাশ মিত্র প্রধান উপদেষ্টাকে বলেন, আমরা কখনো কোনো সময় কারো দ্বারা নির্যাতিত হতে চাই না। যদি কেউ করে তাকে তুলে ধরে বিচার করা হবে।

তিনি বলেন, আমাদের মধ্যে ঢুকে বিভিন্ন স্বার্থ হাসিলে বিশৃঙ্খলা যে করতে চায়, তাকে খুঁজে বের করতে হবে। আমাদের ভাইকে মেরেছে। কিন্তু কে এই ভাইকে মেরেছে, তাকে খুঁজতে হবে। এটাকে পুঁজি করে বাইরের রাষ্ট্র আমাদের ওপর মাছের আধারের মতো চড়াও হয়ে একটা বড় কিছু তৈরি করে নিতে চায়। এটা আমরা মানবো না।

বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি সুকোমল বড়ুয়া প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক শান্তি সম্মেলন করার আহ্বান জানিয়ে বলেন, আমরা শান্তি-সম্প্রীতিতে বসবাস করতে চাই। একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন করতে চাই। বিদেশি মিশনগুলো, যেসব আন্তর্জাতিক সংস্থা আছে তারাও থাকবে, বিশ্ব যাতে জানে- আমরা শান্তি ও সম্প্রীতিতে আছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়