শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৬:২৬ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাহী আদেশে আজ থেকে তিন দিন সাধারণ ছুটি

আনিস তপন: [২] সোমবার, মঙ্গলবার এবং বুধবার (৫ থেকে ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দেশজুড়ে কারফিউ জারির প্রেক্ষাপটে রোববার এ সিদ্ধান্ত জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

[৩] সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ডাকে অসহযোগ আন্দোলন কর্মসূচিতে সংঘাত-সহিংসতার প্রেক্ষিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।

[৪] এর আগে, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়লে ২১ থেকে ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 

[৫] পরে ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত স্বল্প পরিসরে খুলে দেওয়া হয় অফিস আদালত। 

[৬] অবশ্য ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত স্বাভাবিক নিয়মে দেশের সরকারি-বেসরকারী অফিস চালু করে সরকার।

[৭] এদিকে রোববার সকাল থেকেই আন্দোলন সহিংস আকার ধারণ করায় এদিন সন্ধা ৬টা থেকে আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারির ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রেক্ষাপটে সোম. মঙ্গল ও বুধবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

[৮] একই দিন কারফিউ সংক্রান্ত ঘোষণায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো। সম্পাদনা: সমর চক্রবর্তী 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়