শিরোনাম
◈ পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত, কারণ যা জানাগেল ◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের কথা ভাবছে বাংলাদেশ: ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৪, ১২:৪৭ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা নিয়ে ঢাকায় আপিল বিভাগে শুনানি চলছে

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি শুরু হয়েছে।প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে রোববার সকাল সোয়া দশটার দিকে শুনানি শুরু করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। সূত্র : বিবিসি বাংলা

এখন বাদী এবং বিবাদী উভয় পক্ষের যুক্তি-তর্ক শোনার পর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা রাখা হবে কী-না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে আপিল বিভাগ।

আগামী সাতই অগাস্টে এই শুনানি হওয়ার কথা ছিল।কিন্তু শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও সহিংস পরিস্থিতি বিবেচনায় শুনানির তারিখ রোববার এগিয়ে আনে আদালত।

উল্লেখ্য যে, ২০১৮ সাল পর্যন্ত সরকারি চাকরিতে ৫৬ শতাংশ নিয়োগ দেওয়া হতো কোটার ভিত্তিতে।

পরে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন বিক্ষোভের মুখে ২০১৮ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে পরিপত্র জারি করে সরকার।

কিন্তু সংক্ষুব্ধরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করলে চলতি বছরের পাঁচই জুন কোটা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

মূলতঃ এঘটনার পরদিন থেকে আবারও আন্দোলন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ১০ ইজুলাই হাইকোর্টের রায়ের উপর চারসপ্তাহের স্থিতাবস্থা জারি করে আগামী সাতই অগাস্ট শুনানির তারিখ ধার্য করে আপিল বিভাগ।

কিন্তু ততোক্ষণে আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে এবং সহিংসতা শুরু হয়। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে শুনানির তারিখ এগিয়ে আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়