সালেহ্ বিপ্লব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে। কারণ উন্নত যোগাযোগ ব্যবস্থাই শিল্পায়ন ও বাণিজ্য প্রসারে ভূমিকা রাখে। বাসস
তিনি বলেন, আমরা বন্ধ হয়ে যাওয়া রেললাইনগুলো পুনরুজ্জীবিত করছি। নতুন রেলপথ নির্মাণ করছি। নদী ড্রেজিং করা হচ্ছে, নতুন সেতু নির্মাণ করা হচ্ছে।
অথনৈতিক উন্নয়নকে বিবেচনায় রেখেই সরকার সামগ্রিকভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করছে, উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সোমবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অনুদান গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন।